Thursday, July 8, 2021

জীবিত ও মৃত

 


জীবিত ও মৃত 

.... ঋষি 


ছেলে মেয়ে দুটো এগিয়ে চলেছে 


সামনে ভাবনার  খোলা জানলা আর এই পাশে আমি ,


ছেলে মেয়ে দুটো এগিয়ে চলেছে নদীর ব্রিজের উপর 


সামনে তাদের একটা জীবন অন্য পাশে সমাজ ,


ওরা বিবাহিত কিনা জানি না 


ওরা কতটা জীবিত তাও জানি না 


কিন্তু এটা জানি ছেলে মেয়ে দুটো ভালোবাসে একে অপরকে। 


.


ভালোবাসা ?


একুশ শতকের দরজায় দাঁড়িয়ে কবি লেখেন ভালো আর বাসা 


এটা সত্যি ,


সেই সময় কোনো হোটেল বা লজের  দরজা বন্ধ হয় 


দেখি ছেলে মেয়ে দুটো বেরিয়ে আসছে 


আমি দেখছি ,উত্তর খুঁজছি 


তারপর ?


.


তারপর একটা শব্দ 


ব্রিজের উপর থেকে হাত ধরে ঝাঁপ মারলো দুটো শরীর 


তারপর কি ঝটপটানি 


হোটেল কিংবা লজের সিলিং এ সেই দুটো শরীর


তারপর পুলিশ 


নিয়ম 


সমাজ 


এ মা মেয়েটা যে মরে নি.


কি যেন  বলছে মেযেটা ?


শুনছেন ,শুনতে পারছেন 


তুকে ছাড়া মরেও সুখ নাই রে। 


.


হাসবেন না ? হাসছেন 


প্লিজ একটু সরে বসুন সমাজের দিকে ,


কে এরা 


দেওর বৌদি ,বন্ধু ,বন্ধুর স্ত্রী,কিংবা শুধু দুটো মন 


কি বলছেন আপনারা 


আজকাল হয়েছে এই ,মেয়েটা মোটেও সুবিধার ছিল না।  


 


No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...