Thursday, May 9, 2024

কলকাতা ৩৯

একটা অন্ধকার দৃশ্য ছড়িয়ে পড়ছে 
ছোঁয়া যায় না ,একটুও না ,ছোঁয়া যায় না 
পরিকল্পনার সফরে লং জার্নি লিখে চলেছে কবিতা ,
বারংবার থমকানোর পর 
হৃদয়ের টাঙানো পর্দাটা প্রায়শই কেঁপে উঠছে 
এভাবেই? প্রশ্ন তাকে ? উত্তর কে চায়? 
.
সব আলোটুকু শুষে নিয়ে নেমে পড়েছে একলা পৃথিবী 
আরাম করে বসত গড়ছে পিনকোড কলকাতা ৩৯
একটা অব্যক্ত কিছু ফেরারি এই শহরের কবিতায় ,
নিটোল কাঁচের মতো যা, জলের মতো, সবটাই স্বচ্ছ
কী হয়েছে? কোথায় কতটুকু রাখা ছিল? অবান্তর আজ 
ব্যথার যোগ্য প্রত্যুত্তর, হো হো হাসি। 
.
ষড়যন্ত্ররা আসে প্রতিমুহূর্ত 
বুকের ছেঁড়া বোতামের আড়ালে একলা ঘরটা গুমড়োয় 
সামাল সামাল রবে মুছতে থাকে দাবানলে বাকিটুকু স্পর্শ 
ঝড় ওঠে না আর , নেহাতই মৃদু হাওয়া
উড়তে থাকা তোমার আঁচল বাঁধা পিনকোড কলকাতা ৩৯।
জানা আছে  আর  অধিকার নেই, থাকতে পারে না 
আঙুলগুলো গড়িয়ে নামে  তবুও সেই ক্ষতস্থানে
যেখানে কোনোদিন ছিল তোমার প্রশ্রয় , 
হাত বুলিয়ে আজও ক্ষমাপ্রার্থী ঈশ্বরের দরগায় দখল  
তারপর দানপত্র লিখে দেয় অনায়াসে 
এভাবেই ? মিথ্যে ছিল ? উত্তর কে চায় ?
.
ফ্ল্যাশব্যাকে শোনা যায় নিরুত্তর এই শহর 
"পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই।"  
.
কলকাতা ৩৯
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...