Tuesday, May 28, 2024

যে তোরে পাগল বলে

এক ভরা দুপুরে ,তোমায় আমি  নিতে যাবো 
তোমার গলির ওষুধের দোকান ,কলতলা ,মন্দিরের পাশ কাটিয়ে 
হলুদ -কালো  ট্যাক্সিটা গিয়ে দাঁড়াবে তোমার বাড়ির নিচে ,
একটা অদ্ভুত বসন্তের মতো আমি হাত নেড়ে ডাকবো তোমায় 
তুমি হাজারো কারণ দেখাবে না আসার 
তবে শেষ অবধি আসবে। 
.
তুমি হয়তো বলবে " এসো একটু চা খেয়ে নেও "
বলবে তৈরী হওয়ার সময়টা তো দেবে
আমি তোমার দিকে হ্যাংলার মতো তাকাবো বলবো সময় নেই মোটেও ,
আসলে আমি ছোটবেলা থেকে সময়ের সঙ্গে আপোষ করি নি 
আদতে লোকটা আমি হ্যাংলা জানি 
আরামের জন্য হ্যাংলা 
আদরের জন্য হ্যাংলা 
বাঁচার জন্য হ্যাংলা। 
.
আমার চটচটে  হ্যাংলামি লেগে থাকে আমার হৃদয়ের ভাঁজে 
জানি ,তুমি আমার চান করাবে তোমার শরীরের আগুনে 
জানি ,তুমি আমাকে খাইয়ে দেবে তোমার ভরসার বাঁধনে 
জানি ,তুমি আমাকে যত্নে বুকের খাঁজে আটকে রাখবে 
জানি, তুমি আমার হাত ধুইয়ে খাইয়ে দেবে আমায় অন্য ফাগুনে। 
তুমি আমায় প্রশ্ন করবে কি রঙের শাড়ি পড়ি বলোতো ?
আমি বলবো বাসন্তী রংটা তোমাকে বড্ড মানায় 
তারপর তুমি অন্ধকার আকাশের রোহিনী নক্ষত্র মেখে এসে দাঁড়াবে 
জানি নির্রথক, নির্রথক, কি অনির্বচনীয় নির্রথক এই ভাবনা ,
তুমি আমার পাশে এসে ট্যাক্সিতে বসবে 
তোমার খোলা চুল  হাওয়ায় উড়ে এসে লাগবে আমার মুখে
আমি তাকাবো ,তুমি বলে পাগল একটা 
আমার মনের ভিতর একতারায় রবিঠাকুর গেয়ে উঠবেন 
" যে তোরে পাগল বলে তারে তুই বলিস না কিছু "। 
.
যে তোরে পাগল বলে 
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...