সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা
হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ
গানে, গাঁথায় পঁচিশে বৈশাখ।
মেতে ওঠে মানুষ, মাততে থাকা মানুষ, নকল ব্যস্ততা
রবিঠাকুর তুমি যেন ঈশ্বর, তুমি যেন শিক্ষিত মোড়ক
একটা ডিসপ্লে যেন শুধু শহুরে বুদ্ধিজীবীদের একমাত্র তুমি ।
.
আমি সময় হারিয়ে ফেলি বারংবার
ঝড়ো হাওয়া বয় , পড়ে পাওয়া হয়, একাকী রাবীন্দ্রিক,
চশমার কাঁচে ধুলো
শুধু আজকের দিনটুকু তারপর রাস্তার মোড়গুলোতে তোমার ধুকতে থাকা স্ট্যাচু।
দু:খগুলো জড়ো করা থাকে ,ডায়েরির পাতা ওল্টালে
আগলহীন বৈশাখ আর একলা গীতবিতান।
.
আমি রোজ জ্বরে পুড়ি তোমার মতো এ শহরে
তুমি যা যা লিখেছ,যা যা বলেছ বোঝার চেষ্টা করি
বারংবার হারিয়ে যাই তোমার ভাবনায়, কল্পনায়, সৃষ্টিতে।
আমি বারংবার প্রেমে পড়ি সময়ের সৃষ্টির কল্পনায়
তোমার মতো ছবি আঁকি চেনা মুখের অচেনা সময়ের
তারপর কেমন যেন গুলিয়ে যায়
ছড়িয়ে দি জীবনের রং প্রেমের পাতায়।
.
তোমাকে ভুলতে চাইলে কানে বাজে সুর,তোমার গান
" তুমি রবে নীরবে..... "।
রবিঠাকুর তোমার উদ্যাপন সত্যি কি পঁচিশে বৈশাখ
একটা মাত্র দিন, একটাই দিন
অথচ তোমার উচ্চারণে, বানান ভুলে, তোমার অদলবদল
তোমার সুরের, কবিতা, গানের কথা বদল
আমাদের অহংকারের নোবেল হারিয়ে যায়
মেনে নিতে হয়
যে শহরে তুমি নেই,তোমার যত্ন নেই সেখানে তোমার উদ্যাপন।
.
পঁচিশে বৈশাখ
ঋষি
No comments:
Post a Comment