Thursday, May 30, 2024

অসহ্য ঋতুপর্ণ

তোমার সাথে এলজিবিটি শব্দটা শুয়ে, বসে,চুমু, খেয়ে বেশ আদরেই আছে
তোমার সাথে সিনেমা শব্দটা বেশ অন্যস্তরে সমলোচনায় আছে
আমি জানি না তুমি ঋতুমতী কিংবা ঋতু ছাড়া কিনা
শুধু এটা জানি 
তুমি মানে অন্য একটা আস্পর্ধা 
তুমি মানে এক নতুন সময়ের উত্থান 
তুমি মানে এক অজানা আবিষ্কার
তুমি মানে বাঙালির গর্ব। 
.
আমি খুব সাধারণ তাই হয়তো অন্যদের মত হেসেছি
বুঝতে চেয়েছি হয়তো তোমায়, বুঝতে পারি নি 
একই অঙ্গে তোমার রাধা, কৃষ্ণের থিওরি,
তবে বুঝেছি খুব গভীরতায়
তুমি মানে একটা অতৃপ্তি,তুমি মানে এক আশ্চর্য 
তুমি মানে এমন একজন  
          "বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা "।
.
তবে তোমাকে না হয় সহ্য করা যেত 
কিন্তু, 
ভি 
মা
   তুমি তো আরও কদিন বাঁচতে পারতে। 
.
অসহ্য ঋতুপর্ণ 
... ঋষি 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...