আমাদের উদযাপনগুলো বড় ছোঁয়াচে
জন্মকে পাশ কাটিয়ে অসংখ্য সকাল, শৌখিন স্পর্শ পলাতক জীবনে আগুনের সূত্রপাত কিংবা মনে থাকা
ছিঁড়ে আসা চুল থেকে জন্ম নেয় শব্দ।
একটা মানুষ হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ছবির মধ্যে এসে দাঁড়ায়
ছবির রং চেনা কিন্তু আজকের দিনটা অচেনা
সাদা আর কালো রঙে খেলা করতে থাকে প্রশ্রয়
স্কেচটা অসমাপ্ত
মনের চশমা নেই বলে ভালোবাসি বুঝিস
কিন্তু ভালোবাসাকে নয়।
.
একটি নারী ও পুরুষের গল্পে উহ্য খিদে
বিছানা,বুকের সাথে বুক,আনুপাতিক সামাজিকতা
স্কেচ থেকে ঝরে পড়ছে তোর অভিমানী চোখ
আবীর মাখানো গাল
আগুনে পুড়ছে আমার বুকের নিয়ম।
দুনিয়া ডট কম,ক্রমশ বদলাচ্ছে দুনিয়ার রঙ
সিনেমার মতো পড়ে ফেলতে চাইছি আমরা
পাশাপাশি জড়াজড়ি শব্দ কান থেকে কানে
ঠোঁট থেকে চোখে।
কবিতারও মৃত্যু হয় ,শব্দের জন্ম হয়
গলা টিপতে টিপতে নিজেকেই আসামী মনে হয়
লংরুটে জীবন
স্মৃতি ছুঁয়ে অসংখ্য তুই, উদযাপনের মিছিল।
.
লংরুটে জীবন
.. ঋষি
No comments:
Post a Comment