Saturday, May 25, 2024

হাড় কাটা গলি

একটা অস্থায়ী ঠিকানার ঘর করছি আজ আমরা 
শুধুই যাওয়া আসা দরজার এপাশে ওপাশে দুপাশেই আছি 
দুপাশেই অসংখ্য ফিঙ্গারপ্রিন্ট ,কিছু ঠোঁটে জোড়া মুহূর্ত 
কাগজের ন্যাপকিন, জং ধরা নেলকাটার,হাঁড়ি ,কড়া ,দেয়ালে ক্যালেন্ডার 
তাকের ওপর হলদে হয়ে যাওয়া খবরের কাগজ, পুরোনো নিমন্ত্রনের কার্ড 
আর কিছু আঁকিবুকি করা এলোমেলো ভবিষ্যতের পরিকল্পনা
যেখানে আমাদের নির্ধারিত থেকে যাওয়া। 
.
জানি প্রতিশ্রুতি একটা স্বপ্নের নাম
আর মানুষের দায়িত্ব একটা দুর্বলতা 
তবুও রাজভোগে সাজানো প্রতিটা মানুষের ঘরে মিষ্টির দোকান ,
অথচ সকলের চোখে চেরাপুঞ্জী  থাকলেও
ভিতরের বৃষ্টিতে বাইরে সাজানো উপত্যকায় পর্যটন শিল্প ,
কারোর কারোর বিছানা ,বালিশে লোকানো বান্ডিল বান্ডিল টাকা কিংবা ভবিষ্যৎ
অথচ গভীরে সবকিছু এলোমেলো, ছন্নছাড়া। 
.
ইদানীং তো অমুকের বালিশে লেগে তমুকের সিঁদুরের দাগ
আর বুকের দেয়ালে মোটামুটি সকলেরই ঝোলানো জাল সার্টিফিকেট,
জানি আমার কলমটা এই মুহূর্তে বিদ্রোহ লিখছে 
তাও জানি এটা বড্ড বেশি বাড়াবাড়ি, 
হাতপা ছুঁড়ে অযথা এই কথোপকথন ,ভুতুড়ে আলাপ 
কবিতার মাটিতে হাড় কাটা গলি।
ইদানিং আর জানতে ইচ্ছে করে না হাড় কাটা শব্দটা কেন সকলের জীবনে
কেন সকলের থ্যাতলানো যাপনের বিছানায় লুকোনো  বিষন্নতা
বারংবার কারণে, অকারণে এই ধর্ষিত বোধ
কেন সকলে বোঝে না প্রতিশ্রুতি নিয়ে জীবন একান্ন, বাহান্ন, বাবুঘাট ,ধর্মতলা  
গলি থেকে রাজপথ তারপর রাজ ভবন
শুধুই সর্বত্র শুধুই ক্ষুধার্ততা
এটাই আসলে সত্যি
জীবন আসলে হাড় কাটা গলি। 
.
হাড় কাটা গলি
.... ঋষি

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...