Friday, May 3, 2024

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী 
কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ 
কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়, 
অজস্র জাতহীন কাঠঠোকরা পরের গাছে উদার মনে ঠোক্কর দেবে
বিপদ এলেই উড়ে পালায় 
কোন কনফিশনে বেড়ে ওঠে তাদের পরজীবী প্রত্যাশা 
বিশ্বাস না দিলে বিশ্বাস পাবে কি করে ?
.
তোমরা  শুধু অট্রালিকার ভিড়ে মিশে থাকা কোলাহল 
সবটাই বিজনেস - বিজি নেস 
লেনদেন ,হার -জিত ,হিসাবের কম বেশি 
তবে নিঃশ্বাস রাখবে কোথায় ?
হিসেবের নগর সকলেই শুধু নাগরিকের ভেকে 
সেখানে ভালোবাসা একটা মুখস্থ বিদ্যা ,সোশ্যাল রিজ কিংবা স্ট্যাটাস , 
প্রেমিকের গাড়ি ,বাড়ি আর প্রেমিকার শরীর 
কিন্তু মনটা এই শহরের রাস্তায় বাজি ধরা বাস টার্মিনাস। 
.
শীতের নগরে সর্বত্র সকলেই বসন্ত খোঁজে 
খোঁজে টাইমপাস ,খোঁজে শুধু প্রয়োজন , কিন্তু মানুষটা ....?
কতগুলো মৃত শরীর ,শরীর আগলে ভালোবাসা খোঁজে 
কিন্তু ভালোবাসা মরে রোজদিন নাগরিক কীর্তনের চুপ ঈশ্বরের কাছে 
যে শুধু চোখের জল ফেলে কিংবা চুপ করে তাকিয়ে থাকে 
অপেক্ষায় এই নাগরিকত্বে একদিন সবুজের গাছ লাগানো হবে। 
অথচ অনিশ্চয়তাই ভালোবাসার আদরের নাম 
ভালোবাসা প্রতিমুহূর্তে বদলায় তাই বদনাম 
নিয়ম করে প্রেমিকার স্তনে লেগে থাকে প্রেমিকের সবুজ বুক  
তবু দুঃখ 
এই নগরায়নে গ্লোবাল ওয়ার্মিং স্বাভাবিক 
স্বাভাবিক আশ্রয়হীন সবুজ নিরাপত্তাহীন নাগরিকত্ব মানুষের। 
.
নগরায়ন 
..ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...