Friday, May 24, 2024

শরীরের কবিতা

আমি দু:খ পাই নি
না না ভয়ও না
শুধু আকাশের ছাউনির তলায় প্রচুর কবিতা লিখেছি
সত্যি তো নিজেকে ভোলাতে ন্যুনতম চাতুরি দরকার
দরকার দড়ির বাইরে দাঁড়িয়ে 
নিজেকে একলা রাখার।
.
একটা ম্যজিক ছায়াকে পাশে নিয়ে কাল রাতে ঘুমিয়েছি
সারারাত কত কথা, প্রজাপতিদের ওড়াউড়ি
অজস্র মন্ত্র, ঠোঁটে ঠোঁট রাখা
বুকে বুক 
চুপ, 
সে বলছিল একটা হ্রদের গল্প বলবে আমায়।
.
আমি মায়ের কোলে মাথা রেখেছি
আকাশ সমান ঝড়
কপাল জুড়ে শ্রাবণের জল 
পায়ের পাতা জুড়ে শুধু নির্ভরতা 
থমকে গেলাম 
একটা ভুল।
.
কি অদ্ভুত
একটা শূন্য ভারতবর্ষের গল্পে আমার চাষ
গল্পটা লিখছে কে? 
একটা ভয়ংকর স্বপ্ন এলো বৃষ্টি মাথায়
আকাশও এত মিথ্যে
তবে কি সত্যি এ কবিতা এতক্ষন শরীর খুঁজছিল।
.
শরীরের কবিতা
.. ঋষি 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...