Monday, May 27, 2024

বৃষ্টির মুগ্ধতা


বৃষ্টির জলে তুলি চুবিয়ে 
অনবরত ক্যানভাসে অসংখ্য মুহূর্তের মুগ্ধতা ,
সময়ের কোলহল ,অনবরত টিপটিপ যেন ফিসফিস 
লেবু গাছের পাতাগুলো সারারাত হেসেছে অদ্ভুত মুগ্ধতায় 
এখান শহরটা জুড়ে ভীষণ সবুজ আর তো কোনো কষ্ট নেই 
শুধু সারা সময় জুড়ে শুধু ফিসফিস বৃষ্টি। 
.
জালনারা শিষ দিয়ে গান গেয়েছে সারারাত মাতাল হাওয়া 
গলা জড়িয়ে ধরেছে ,মাথা রেখেছে বুকের আদিম জঙ্গলে 
অ্যাসফল্টের আয়নায় জনশূন্য শহর জুড়ে দু একটা যানবাহনের নীতিভঙ্গ 
কিছুতেই তবুও বদলাচ্ছে না অনবরত ফিসফিস,
একটা অদ্ভুত মুগ্ধতা যেন লেপ্টে আছে মুহূর্তদের দিনযাপনে 
বৃষ্টি আর ঝড়ো হাওয়া আজ যেন হাসছে। 
.
অদ্ভুত, এই বৃষ্টির কি দায় ?
ভাবিনি কখনো ঈশ্বরের পারিজাত আবারও মুগ্ধ করবে আমায় 
সারারাত ধরে প্রকৃতির এই মাতাল নর্তকীর মুগ্ধতা 
আবারোও পাগল করবে আমায়। 
অথচ কিছুই বদলায় নি 
উড়ালপুলের নীচের অন্ধকারে যারা থাকে
তারা সরে গেছে আরো গভীর থেকে গভীরতর অন্ধকারে,
অতি শঙ্কায় জেগে কাটিয়েছে তাদের দিনান্তের ঘুম 
জানি অসংখ্য গ্রাম ,চাষের জমিতে নেমে পড়েছে মাতাল হাতি 
সব তছনছ করেছে।
তবু কেন আমি মানুষের দুঃখের কথা লিখছি না আজ 
কেনই বা সময়ের ক্যানভাসে আজ তোমার মুখ হাসছে ?
আজ বহুদিন পরে আমি ঘুমিয়েছি আরামে
বৃষ্টির টিপটিপ সারা মুহূর্তে ফিসফিস করে চলেছে
অথচ বিরক্ত লাগছে না  
শুনতে পাচ্ছি অনবরত বৃষ্টির ফিসফিসে, ভালোবাসি। 
.
বৃষ্টির মুগ্ধতা 
.... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...