Thursday, May 9, 2024

ভালোবাসার দোকান

ভাবছি ভালোবাসা বিক্রি করবো এইবার মাছের বাজারে,বৌবাজারে,বড়বাজারে 
ছোট ছোট প্যাকিংবাক্সে আতর মাখিয়ে ঢালাও সেল 
এইবার  স্মৃতি রাখা গোডাউনটার থেকে বর্তমানে ডেলিভারি করবো 
ভালোবাসা সারা শহর জুড়ে ,
বড় বড় হরফে লিখে দেব দোকানের সামনে  " হরেক রকম ভালোবাসা "
আর সোজাসুজি দাম হাঁকবো এইবার তোমার বাইরে দাঁড়িয়ে। 
.
শরীর থেকে মন সরিয়ে এইবার শুধু মাংসটুকু বিক্রি করবো  
প্রতিটা স্পর্শের ভালোবাসার দাম হবে হরেক রকম 
ঠোঁট  ছুঁলে আড়াইশো টাকা ,বুক ছুঁলে পাঁচশো 
প্রতিরকম রতিক্রিয়ার স্টাইলের ওপর দাম রাখবো ,
মানুষের হারানো সুখ যদি কিছুটা হলেও ফিরে আসে তাতে 
যদি ফিরে আসে হারানো মানুষগুলোর কাছে বাঁচার মানে । 
.
বোকা বোকা কারণ ছাড়া শুধুই ভালোবাসা আর নয় 
কি হবে কষ্ট পেয়ে  ? কি হবে পরিণতি ভেবে  ?
কেউ নকল মমতায় মনটাকে নেড়ে ঘেঁটে দেখবে,কেউ শরীর খুঁজবে 
কেউ তাচ্ছিল্যে করে বলবে ধ্যষ্টামোর যত।
না আর কোনো মায়া  বা স্নেহের আকাশ রাখবো না 
বরং আকাশ জুড়ে লিখে দেব ভালোবাসার দোকান । 
.
জানি তো চরম বেহায়া এই ভালোবাসা 
আগুনের মতো জ্বালায় ,মৃতদের মতো নদীতে ভাসায় 
চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয় ভালোবাসার হারিয়ে যাওয়ার কারণ 
তবুও আনুগত্য চায় ,চায় আলিঙ্গন ,
আত্মঘাতী শরীরটাকে স্তব্ধ করে ভালোবাসি এই দাবী আর নয় 
বরং মূল্য ধরে ভালোবাসা বিক্রি করবো এইবার। 
.
ভালোবাসার দোকান 
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...