Sunday, May 5, 2024

তবু ভোট দি


এক একটা নির্বাচন আসে 
আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায় 
আমাদের খিদে পায় 
অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই ,
খিদে না খিদের মতো কিছুকে সকলে ভোট দি ঠিক 
কিন্তু নির্বাচন শেষে পঞ্চবার্ষিকী প্রতিবেদনে খিদে থেকে যায় । 
.
তর্জনী সামনে রেখে ঘষামাজা ইউনিফর্ম তাদের 
অথচ ভোট দি আমরা ,
দেশ বেচে ,চেটে ফাঁক করে দেয় বর্তমান 
গত স্বপ্নের মৃতদেহে হেঁটে বেড়ায় শেষ ভোটের চিন্হ 
তবুও ভোট দি ,
অপেক্ষা করি আশ্চর্য বৃষ্টির ,দিনবদলের 
অথচ নিঃসঙ্গ সংস্কৃতির মাথায় মুকুট ,পায়ে ছেঁড়া জুতো 
সারা গায়ে নিলজ্জ স্লোগান। 
.
আমাদের তর্জনীতে কালোর দাগ বারংবার আরো কালিকাময় 
খিদেকে সুন্দর বলে মেনে নিয়ে আমরা ভোট দি ,
হয়তো আমরা মাংসভাত খাই ভোটের দিন 
তবু খিদে মরে না। 
ভোট আসে ভোট যায় 
অথচ ভোটের বুথে কোনো খিদে চিহ্নের প্রতিনিধি নেই 
তাই আমরা এডজাস্ট করি,
ভোট দি জেনেও 
প্রতিটা নির্বাচনে আমাদের ভোটার আইডি একটা সংখ্যা মাত্র। 
.
তবু ভোট দি 
... ঋষি

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...