Friday, May 31, 2024

নীল দরজা

স্বপ্নে আমার যাওয়া আসার পথে 
সেই নীল রঙের দরজাটা ,
কোনোদিন বন্ধ থাকে, কোনোদিন হালকা ভেজানো 
যতটুকু উঁকি মারি বুঝতে পারি একটা একতলা বাড়ি ,সামনে তুলসী মঞ্চ 
বারান্দায় দড়িতে ঝোলানো ছোট ফ্ৰক ,শাড়ি ,ব্লাউজ ,জামা 
কোনো কোনো দিন  দেখি একজোড়া চোখ কপাটের ফাঁক দিয়ে উঁকি মারে 
আমি বোঝার চেষ্টা করি সেই চোখের ভাষা 
কিন্তু বোঝার আগেই সরে যায়। 
.
প্রায় প্রতিদিন শুনতে পাই 
চেনা মেয়েলি গলা স্বপ্নে ওই বাড়িটার সামনে দিয়ে যেতে যেতে 
শুনতে পাই চুড়ির শব্দ, আর ম্যাজিকের মত দুটো চোখ 
আমি বুঝতে পারি না সেই চোখের ভাষা।
তবে প্রতিদিন স্বপ্নে একবার ঠিক পেরোতে হয় ওই বাড়িটা 
কান পাতলে বাড়ি দিয়ে শোনা যায় সংসারের শব্দ ,হাঁড়িকুড়ি ,খুন্তির শব্দ,
আমি অবাক হয়ে প্রতিদিন ভাবি এটাই  তবে অভ্যেস 
এটাই তবে নিয়ম ,
কিন্তু ভয় করে 
ভয় করে যদি কোনোদিন ওই নীল দরজাটা স্বপ্নে আর না থাকে 
যদি কোনোদিন ওই ভেজানো নীল দরজার ভিতরে সংসারটা অদৃশ্য হয় 
যদি কোনোদিন হঠাৎ আমার স্বপ্নে চোখগুলো দেখা না দেয় 
কিন্তু তারপর সকালে ঘুম ভেঙে আমার ভীষণ হাসি পায় 
আমি বুঝতে পারি 
সত্যি ভালোবাসা চোখের ভাষা খোঁজে 
তার জন্য কোনো শব্দ থাকা জরুরী নয়। 
.
নীল দরজা 
,,, ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...