Tuesday, May 14, 2024

সমুদ্র

আমি নির্লিপ্ত হবো তোমার কাছে 
শহরের কাছে রেখে যাবো গত জন্মের ঋণ 
বহুদিন হলো শহরের দিকে তাকানো হয় নি ভালোভাবে 
বহুদিন হলো সমদ্রের মাঝ নৌকায় নিজেকে ভাসানো হয় নি ,
পবিত্রতা ধুঁয়ে গেছে 
শুধু জমে আছে অসংখ্য ঋণ এই শহরের প্রতি কোনে
কাগুজে কল্পনায় জনসূত্রে পাওয়া লিঙ্গ ,লিঙ্গোত্তরের উপলব্ধি 
নিজের পরিচয়পত্র ছিঁড়ে ফেলতে হবে এবার। 
.
ঘর দুয়ারের পার হতে সমুদ্রের মাঝে কেউ একটা ডাকে আমায় 
জলের তলায় ভাসতে থাকে শ্যাওলা ধরা অতীত 
ছায়াদের ভিড় ,কোলে কাঁখে বেড়ে ওঠা আদর 
জন্মের নাব্যতা মাপতে হাঁটু অবধি ঘোলা জলে দাঁড়াই  
বারংবার প্রশ্ন আসে আমি কেন উত্তরের অপেক্ষায়। 
ঢেউ  চিনে বাঁচিয়ে চলা স্বভাব 
নোনাজলের গভীরে কোথাও তুমি 
জানি খুঁজে পেতে হবে নিজেকে এই শহরের ঋণে 
তোমাকে বলতেও  হবে ফিরিয়ে নিও অভিমান 
সমুদ্রের উপলব্ধি ছাড়া সত্যি কি ঢেউ মাপা যায়। 
.
সমুদ্র 
... ঋষি

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...