Tuesday, May 14, 2024

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর 
সত্যি তো ফিরে আসা যায় না 
প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই ,
কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায় 
মুখোমুখি শব্দের মাঝে ফিরে আসে শৈশব 
মায়ের কোল থেকে সময়ের বুক। 
.
ছোটবেলায়  আমি জলের মাঝে ঘর দেখতাম  
চব্বিশ ঘন্টা ,৩৬৫ X  ৭ একটা আবর্তন ,অনেকটা প্রবর্তন 
বাবা বাড়ি ফিরে আসতেন হাসি মুখে ক্লান্তির সংসার বাঁধতে 
মায়ের আঁচলে বাঁধা ছিল বেঁচে থাকার পাথর ,
অথচ ছোটবেলা থেকেই আমি পাথর কুড়োতাম 
আর মাকে দেখতাম ঠাকুরঘরে পাথরের কাছে বসে বলতে 
সকলের ভালো হোক। 
.
সত্যি হলেই ভালো ছিল 
এইভাবে মা কপাল ছুঁয়ে দিতেন ,বাবাকে ছুঁতেন 
আর বাবা লিখতেন ভাত ,
মা বলতেন জীবনটা হলো খুব সহজ বিশ্বাসে আর ভালো থাকায় 
আমরাই জটিল করে ভাবি 
মায়ের ভাতের হাঁড়ি কখনো খালি দেখি নি  । 
.
সময়ের বুক 
.... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...