Thursday, May 9, 2024

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব
নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা 
নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনের প্রিয় আমার 
তবুও ধোঁয়া ধোঁয়া ,
উপায় নেই কোনো 
ধোঁয়া না উঠলে রান্না গরম কিনা বুঝবার ঘুম 
জানি নির্ঘুম  স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

নামানো, পোড়ানো, ওঠানো
লাল,নীল,সাদা,কালো পতাকা ,অনেক হল 
গলাগলি, দলাদলি; আপাতত বিশ্রাম 
ঘরে ফেরো মন ,
তোমার মানবী জানে দূরে থাকা মানে দূরে যাওয়া না 
শুধু সাময়িক প্রতিক্ষণ এক তারে বাঁধা একটা অনুরণন
অনেকটা একলা দিন । 
.
তানপুরা ভেঙেছে অনেকদিন ,কেটে গেছে সুর 
শ্বাসে শব্দ আসে না ইদানিং ,শুধু যা আসে কাঁপতে কাঁপতে 
সে তো সময় ,
এতো ভালোবাসা সাধারণ  মানুষের জন্য নয় 
সকলে যে প্রেমিক নয়। 
খোলা আকাশে বুক পাততে পাততে ,কখন যেন আকাশ বন্দী 
যত গভীরে যাই তোমার  উষ্ণতা ঝরতে থাকে 
লেগে যায় ভালো থাকার ওম ,
ঠোঁটের গোল্ডফ্লেকে শুধু ঠোঁট লেগে থাকে সারাক্ষন 
মুক্তি নেই  
লেগে থাকে আসন্ন  বসন্তে তোমার নিঃশ্বাসের শব্দ 
আমি কান পেতে ঠিক শুনতে পাই 
আরো গভীরে যাই। 
.
আরো গভীরে যাই 
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...