Monday, May 27, 2024

মুখোশের রঙ

সবারই বেশ কয়েকটা  মুখোশ  আছে 
মানুষের হিসেবগুলো বড় জটিল তাই মানুষ মুখোশ বদলায় ,
মুখের উপর খরখরে আঠা দিয়ে আটকানো মুখোশটাতে 
লেপ্টে থাকে কয়েকশো জীবন যাপনের রং। 
.
আমরা নিজেদের সুবিধা মতো এঁকে নি সময়ের বিশেষজ্ঞতায় 
ভুরু ,ঠোঁট ,হাসি ,কান্না  
ছোট ছোট ইনবক্স ,জুম করা আলাপ আচরণ ,স্যোসাল মিডিয়ার দরবারে 
মানুষের মুখোশগুলো আজকাল ভীষণ সচল 
"In my opinion, Sometimes people's masks are very real in life 
And more and more people lie ..
.
কখনো নিজেদের মুখোশের দরবারে ভীষণ সত্যি লাগে প্রকার ভেদ  
রাহুল কখন যে  চন্দনা  ,চন্দনা আবার  কখন যে ২০ বছরের ছুকড়ি ,
মুখোশ বলে  "এ দেশের আর কিসু হবে না হে "
অথচ তাকেই আবার অনালাইনে দাঁড়িয়ে রোমিও সাজতে দেখি 
অদ্ভুত ভাবে দেখি ভালোবাসার শরীরে শুধু যৌনতা 
মৌনতা থেকে সিঙ্গেল মল্টে মা থেকে মাসির শরীর খুবলে নেয়। 
কখন যে ভীষণ রঙিন হয়ে এই  শহরে ফুটে ওঠে প্রেমিকের বুক 
রং বদলায় ,মুখোশ বদলায় 
সেই প্রেমিক কখন আবার চুমু খেতে খেতে আকাশ বদলে ফেলে 
ব্রেকফাস্টে তার বৌ আর লাঞ্চে ,ডিনারে আলাদা দুজন । 
এ এক অদ্ভুত রোগ মানুষের 
এমনি করে পরতে পরতে আরো মোটা হয়ে ওঠে মুখোশের অভ্যেস 
আরো রঙচঙে ,আরো নতুনত্ব ,আরো এট্রাকশন 
তারপর দমবন্ধ লাগে হয়তো কোনো একদিন ,
.
মানুষগুলো নিজের ইচ্ছাতে  মুখোশ পরে ঠিক 
সেই মুখোশ বদলানো যায় অথচ সহজে তো ছাড়া যায় না। 
.
মুখোশের রঙ 
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...