Tuesday, May 14, 2024

অপ্রেমিক

আমার প্রতিটা বিসর্জনে বেজে উঠবে বিসমিল্লাহ 
তবু মূর্তিটা জীবিত থাকবে 
অদ্ভুত ইমন রাগের বশ্যতা স্বীকার করে ফিরে আসবে যোগ্যতা ,
চলন্তিকা রাগ করবে ,দোষ করবে ,বদলাবে 
তবে তার সকল  দোষের ভাগীদার আমি
এক প্রেমিকের কলমে অপ্রেমিক । 
.
অনেকদিন মানুষের কবিতা লিখি নি 
কমরেড শব্দের ফরাসি অর্থ সহযোদ্ধা জানি  ভ্লাদিমীর লেনিন 
তবু তোমার ঠোঁটের বিদ্রোহ অনেকদিন সময়কে পোড়ায় নি 
আগুন লাগে নি বহুদিন সাদা জামার চামড়ায় ভিতরে 
মানুষ বোঝে না শ্রমিক ও প্রেমিকের একটাই কাফন 
আর একটাই উদ্দেশ্য সভ্যতা । 
.
কাউকে প্রমাণ দেবার প্রয়োজন নেই 
প্রমাণিত  আমি আমার কবিতায় ,আমার সৃষ্টিতে 
মানুষ থেকে যাযাবর শহরের নাগরিক যত 
তাবড় তাবড় বুদ্ধিজীবী ও প্রেমিক 
সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম 
শুধু বলার ছিল সভ্যতা মানে মুখোশের আড়ালে মানুষ নয় 
বরং শ্রমিকের কালো শরীরে ঝরতে থাকা ঘাম 
আর প্রেমিকের রক্ত। 
.
অপ্রেমিক 
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...