তারপর রাস্তারদিকে পা বাড়াই
সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে
একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে ,
পাশ দিয়ে ছুটে যায় ক্লান্ত বাইপাস আর মানুষের ভিড়
আমি আর ভাবতে পারি না
ওয়াচ এন্ড লার্ন ,মানুষের ভিড়ে গিয়ে দাঁড়াই।
.
জীবনে সমস্ত জটিল ধাঁধার জট ছাড়াতে পারে না
জড়িয়ে যায় বারংবার মাকড়সার জালে
তোমার মুখটা ইদানিং আমার তাড়া করে
শহরের উষ্ণতম দিনে বৃষ্টির ফোঁটার প্রতীক্ষায় ।
বৃষ্টি আসবে কবে এই শহরে আমি জানি না
জানি না শহরের কবিতাগুলো আদৌ কোনোদিন বৃষ্টি ভিজবে কিনা
শুধু জানি কোনো একদিন তোমার বাড়ির উঠোনে বৃষ্টির কবিতা
তোমার কাগজের নৌকোয় শব্দরা সেদিন সত্যি ।
.
আসলে জীবন জানে না ইংরেজি ভাষার অভিমানের প্রতিশব্দ নেই
আসলে জীবন মানে না সব সম্পর্কের ডিক্সনারিতে ভালোবাসা একা
সময়ের অভিমান ,অনুযোগ ,অভিযোগ সব মিথ্যা আজ ,
বুকের ভিতর পরে আছে একলা সেই শুকিয়ে ফুটিফাটা মাঠ
আমি সব জেনে গেছি এখন ,সব মানের অর্থ বুঝি
এর থেকে বড় অভিশাপ জীবনের আর কি আছে ?
.
ওয়াচ এন্ড লার্ন
ঋষি
No comments:
Post a Comment