Thursday, May 9, 2024

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে
যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না
সেহেতু এখনই ভিজবো, 
প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি
বহুবিধ কারণের মাঝে সব থেকে সত্যি
আমাকে একলাই ভিজতে হবে। 
.
আমি এখন যেখানে থাকি সেখানে রোদের আনাগোনা অনেকটা তোমার শেষ কল্প দৃশ্যের মতো,
মধুর কিছু স্মৃতি অকারণে লাট খায় 
একটা বৃষ্টির বিকেল অঞ্জন দত্তের গানে কেটে যায়
ছাতা ছাড়া, জুতোমোজা ছাড়া
হঠাৎ দেখা হয়ে যাওয়া মাঝরাস্তায় বৃষ্টির ফোঁটাগুলো একা হয়ে যায়। 
.
আমার গ্যালাক্সি জুড়ে এখন রোদ মরণের বৃষ্টি,ঘাসের উপর জল ফড়িং
বলে নি তো ভালোবাসা বাসি,
শুধু বৃষ্টি ভেজা সোঁদা গন্ধে বহুদূরের তুমি। 
আমার উচ্চারণগুলো ইদানীং নিঁখুত ভাষার থেকে পারদে লাগা আগুন
আমি বৃষ্টিতে ভিজে একা পথ হাঁটি
তবু তো সময় বোঝে ভালোবাসা কারণ
আর অকারণ আমার বৃষ্টি ভেজা এশহরের জ্বর।
.
বৃষ্টির ওপারে 
..ঋষি 


No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...