Wednesday, May 22, 2024

ম্যাজিক চলছে

এখনো কিছুটা সময়ের মতো নিস্তব্দতা বাকি 
বাকি কিছু কথোপকথন আর  ঠোঁটে লেগে থাকা কুমিরডাঙা 
অবিন্যস্ত কিছু আশা বেড়ালের মতো ঋতু গুনছে সময়ে 
যদিও একটাই  বাসস্থান 
যদিও ঝুলন্ত সময়ের অসংখ্য ফটোফ্রেম ,অসংখ্য দলিল 
প্রমান করছে অন্যকিছু। 
.
সাজানো মঞ্চের উপর জাদুকর ম্যানড্রেক আমরা 
তবুও হাততালি 
লোকে কোনোদিন ভুলে ওই প্লাইউডের নকল দেওয়ালে 
অজস্র প্রেমগাঁথা শুধু শরীর হয়ে যাবে। 
কে যেন আসছে ক্রমশ সময়ের পরে ,পিছনে অন্ধকার 
সুতীব্র আলো লাগছে চোখে 
তবুও মুখোশগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। 
.
স্পষ্ট অভিনয়ে জাদুকর ম্যানড্রেকের একের পর এক অদ্ভুত ম্যাজিক 
হাসছে ,কাঁদছে ,ক্রমশ পাগলামি সময়ের আঁকাবাঁকা পথে 
এক কোনায় গোছানো সংসারের সেলফোনে চোখ লাগানো পাখি 
আকাশে উড়ছে ,
লাল নীল আলো জমকালো ধন্দ
এখনো মুখে কত রং মাখা বাকি, পরা বাকি কত সস্তা প্লাস্টিকের মুকুট 
এখনো পর্দা পড়া বাকি মঞ্চের 
লাইট ,ক্যামেরা ,একশন 
                         ম্যাজিক চলছে। 
.
ম্যাজিক চলছে 
.. ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...