গত হয়ে যাওয়া পাঁচটা সিগারেটের মৃতদেহ
তোমার বাড়ির সামনে দিয়ে যে ডেডবডিটা আজ গেলো
সেটা তোমার প্রেমিকের হতে পারতো,
হতেই পারতো আগামীর কবিতায় অনেকগুলো দিন
আগাথা ক্রিস্টির গল্পের মতো যেখানে শব্দরা নি:শব্দ।
.
আচ্ছা হতেই তো পারে কোনো একদিন
তোমার গলির সমস্ত মুহুর্ত পেড়িয়ে একজন তোমার সামনে এসে দাঁড়ালো
তোমার নেশার চোখে তখন উৎসব মাখামাখি,
তাকে দেখে তুমি চমকে উঠলে
কারণ তার মৃতদেহ, তার মুখটা, ভীষণ চেনা
কিন্তু সময়টা যে অচেনা।
.
জানি না ইদানীং হাওয়ায় আমি হারাবার গন্ধ পাই
জানোই তো হাওয়ারা অক্লান্ত,হাওয়ারা অভিমানী,
এমন একটা দিন আমি তোমার কাছে যেতে চাই
যেদিন তোমার ঘরের উত্তরের জানলায় তোমার মেঘলা মুখ
ঘরের কোনের ক্যালেন্ডারের ছবিটায় কার্লমাক্স ঠোঁট,
সেদিন সারা শহর জুড়ে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া
সেদিন কেউ নেই তোমার পাশে,তুমি ভীষণ একলা
সেদিন সত্যিগুলো খুলে যাবে
তখন তুলসীপাতায় অজস্র মন্ত্র, কবিতার পাতায় তোমার না ঘুমোনো রাত
তখন তুমুল হাওয়ায়া ভাসছে প্রচন্ড সত্যি নির্ভুল আস্কারা
কেমন যেন এই মুহুর্তগুলো সত্যি সত্যি লাগছে সব
কেমন যেন মনে হচ্ছে হাওয়ারাও কথা বলে।
.
কোনো একদিন
.. ঋষি
No comments:
Post a Comment