Sunday, May 26, 2024

আমরা বৃষ্টিতে ভিজি

এলোমেলো হাওয়ার সাথে বৃষ্টিরছাট
আসলে এ শহরে আগলে যতটুকু দেখা যায় তার ভিতর মেঘলা আকাশ 
একটানা বহুক্ষন কবিতা পড়লে যেমন গলা শুকিয়ে যায়
যেমন রঙিন রাত্রি স্বপ্নের মত নেমে আসে গৃহস্থের মিডসেফে
ঠিক তেমনি মানুষের অনুতাপগুলো,মানুষের না পাওয়াগুলো ফিরে আসে
তুমুল বৃষ্টির ঝড়ো হাওয়ার সাথে। 
.
মানুষ অযথা নিজেকে খোঁজে
মানুষ অযথা খোঁজে মানুষের হাত, বিশ্বাস, প্রতিশ্রুতি 
অথচ আগলানোর হাত পেও, ভুলে যাওয়াটাই মানুষের স্বভাব 
সুতরাং আগলানো ছেড়ে দেও,উড়ে যেতে দেও বৃষ্টি বন্দী মেঘে
জানো তো ভালোবাসা মুক্ত হলে 
বৃষ্টির মেঘেরা সোহাগে ভিজিয়ে দেয় মানুষের নোনতা শরীর,আদরের মনটাকে।
.
আমি অনুভূতি কুড়োতে তাকিয়ে দেখি বৃষ্টি ভেজা শহরটাকে  
সারা শহর জুড়ে মনে হয় সম্পর্কগুলো সব বৃহন্নলা এখানে 
কেমন যেন অসম্পূর্ণতা ,কেমন যেন অতৃপ্ত শহরটা 
কেমন যেন একটা আবছা দেওয়াল মানুষে মানুষে 
একটা পরম্পরার আপশ করে আমরা দিনান্তে ভাত কুড়োয় 
ঘুমুতে যাই ,মাথার ভিতর বৃষ্টি নিয়ে । 
আমরা নিজের কাছের মানুষগুলোকে ক্ষমা করতে পারি না 
তাকিয়ে বলতে পারি সত্যি 
শুধু বৃষ্টিতে ভেজা ,শুধুই  পরম্পরা 
মিথ্যের স্বর্গে আমাদের কবিতা লেখাগুলোও তাই অসম্পূর্ণ ,
কারণ আমরা বৃষ্টিতে ভিজি 
কিন্তু বৃষ্টির শব্দদের বুঝি না 
আমরা বৃষ্টির দিকে তাকিয়ে দেখি আনমনে 
কিন্তু বৃষ্টির দেওয়া ইমেইল কিংবা চিঠিটা পড়ি না 
যেখানে শুরুতেই লেখা  প্রিয়তমেষু আকাশ।  
.
আমরা বৃষ্টিতে ভিজি
,,, ঋষি 


.

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...