বেশ গুছিয়ে নিউজচ্যানেল, খবরের পাতায় গসিপ হতো,
তার লাইফ স্ট্যাইল, বিদেশ ভ্রমণ এমনকি তার সেক্স আপিল নিয়েও প্রতিবেদন হতো
তিনি কার সাথে কথা বললেন, কেন বললেন
ঠাকুর বাড়ির রান্নাঘর থেকে বিছানা অবধি তখন হট নিউজ।
.
টিভিতে চ্যানেলে জলসায় বসতো রবিগিরি
স্যোসাল মিডিয়ায় বুদ্ধিজীবি কলমেরা লিখতো
তার বান্ধবীদের সংখ্যা, ঘনিষ্ঠতা
তার মোবাইল নাম্বারে এস এম আসতো বৌদি নেই তো কি আছে?
আমি তো আছি
কিংবা হাজারো প্রেমিকার ভীড়ে তিনি তখন একমাত্র।
.
অবাক হওয়ার কিছুই নেই
রবিঠাকুর বেঁচে থাকলে বেশ ভালোই হত
ক্ষমার দৃষ্টিতে উনি সকলের মাথায় হাত রাখতেন
আর তার মাথায় এগিয়ে আসতো সময়ের বন্দুকের নল
ব্রিগেডে তার একক কবিতা পাঠ হতো
গ্রাম,শহর, অঞ্চল থেকে কাতারে কাতারে বেড়িয়ে আসতো মানুষ
মিডিয়াতে বিজ্ঞাপন আসতো রবি ছাপে ভোট দিন।
.
এত প্রেম, এত আলো, এত আগুন শুধু ওই মানুষটাকে মানায়
হয়তো তিনি তখন আত্মহত্যা করতেন
আর লিখে যেতেন
"ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,
পথে যদি পিছিয়ে পড়ি কভু॥
এই-যে হিয়া থরোথরো কাঁপে আজি এমনতরো
এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু ॥"
.
রবিঠাকুর বেঁচে থাকলে
.. ঋষি
No comments:
Post a Comment