Thursday, May 9, 2024

পুরোনো সেই দিনের কথা

অনেকদিন কাছাকাছি মুখোমুখি বসি না আমরা 
উঠোনে সময়ের পিঠে কথা বলি নি 
আমাদের মাঠ ছিল ,গাছ ছিল ,সবুজ পাতা ছিল 
জানি আজ আর বসন্ত নেই ,
শুধু আমাদের নামটুকু রয়ে গেছে সেই সবুজ গাছটায় খোদাই করা 
আজ শুধু উইঢিপির দেওয়ালে গল্পগাঁথা । 
.
জানি দুপুরের ভাতঘুমের পরে তোমার আয়নাটা আজও নড়েচড়ে বসে
বেশভূষা বদলাতে চাও তুমি নিয়ম করে আয়নার ভিতর মফস্বলের ,
সঙ্গমের বদলে সংযম ,দুপুরের মাংস ভাত ,
আর আমি দাঁত ,নখ ,হৃদপিন্ড বের করে শহরের সমুদ্রের সামনে দাঁড়াই 
খুঁজতে থাকি পরশ পাথর। 
জানি এই ভাবে দিন কাটে ,এই ভাবেই দিন কাটবে 
জানি এইভাবে হাসিখুশি চেয়ার আর নোনতা জলের সেল্ফিতে বয়স 
জানি এইভাবে আমি আর আমাদের গল্পগুলো 
এই শহরের কবিতার পাতায়  কখনো হারিয়ে যাবে
জন্মাবে কোনো নতুন কবিতা । 
.
অনেকদিন কাছাকাছি মুখোমুখি বসি না আমরা
বাদামভাজা ,তোমার প্রিয় ফিস্ ফিঙ্গার আর চায়ের কাপে 
আমাদের স্মৃতির অভিযোজন 
আমাদের পাকা চুলে বিলি কাটে পুরোনো সেই দিনের কথা ,
এখন কত গল্প বাকি ছিল কিংবা আছে 
কিন্তু জানি ভালোবাসার গল্পগুলো  সিনেমাতেই মানায় চিরকাল।
.
পুরোনো সেই দিনের কথা 
.. ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...