অদ্ভুত প্রত্যাশা,চুপ করে থাকি
সম্পর্কের মিথ্যা লেখা বইগুলোর উপর সহজপাঠ
অ, আ,ই,ঈ বর্ণগুলো সব ছটফট করে,
কবিতা লিখবো না ভাবি
তবু কবিতা তার ছেলে,মেয়ে, স্বামী নিয়ে আমার দরজায় দাঁড়ায়
ফেরৎ পাঠাতে পারি না তাকে।
.
একটা স্বপ্নের ভেতরে জ্বলজ্বল করছে দু’টো চোখ
মধ্য রাতে শিকারমত্ত হায়নার মতো,খিদের চোখ
আবিষ্কার করি নিজেকে,
টেনে, হিঁচড়ে যেখানেই দাঁড় করাই সেখানেই আগুন,
.
আগুন… আগুন…আগুন…
শরীরে স্ফুলিঙ্গের মতো ছুটন্ত প্রেম অথবা প্রতিবাদ
তবুও চুমুর দাগ,তবুও ক্ষত
তবুও আবার লাল কালো প্রতিবাদের প্ল্যাকার্ড হাতে
জ্বালিয়ে দিতে চাওয়া এই পঙ্গু গণতন্ত্রকে
তবুও বারংবার পালিয়ে যেতে ইচ্ছে করে।
.
আর এর বাইরে দু’টো আনমনা কাছে আসা
জানতে চায় না কিছু
শুধু আগুনের ছাইয়ে ঘর বানাতে চায়
বহুকিছু বলা আর না বলা
ডিলিট ইনবক্সে একলা নষ্ট সংসারে সন্ন্যাসী।
..
নষ্ট সংসার
ঋষি
No comments:
Post a Comment