Thursday, October 20, 2016

চিতাকাঠ ডাকে

চিতাকাঠ ডাকে
................. ঋষি
=====================================
জীবন চিরকাল মৃত্যুর দিকে এগোতে থাকে
পাশে চলতে  থাকে রোজকার দৈনন্দিন।
আসলে শ্মশানের চিতাকাঠ কাছে ডাকে ,ঘুমের ভিতর
আঁতকে ওঠে মানুষ।
মরতে কি কেউ চায় ,কত মায়া পৃথিবীতে
কত অনুভব ,মানুষ ঘুমিয়ে স্বপ্ন জড়িয়ে বেঁচে থাকায়।

দিন কাটতে থাকে
কিন্তু  শ্মশানের চিতাকাঠ কাছে ডাকে।
ডোমের হাতে চিরকাল ধরা আজন্ম আগুন
আর আগুন সে তো আজন্ম ইতিহাস।
সময়ের মতো পুড়তে থাকা মানুষ শ্মশান খোঁজে
কারণ চিতার আগুন মানুষ পোড়ায়।
পোড়ায় উপস্থিতি ,পোড়ায় মাথার খুলি ,হাজারো ভাবনা
আর অনুভূতি।
আগুন কখনো কোনোরকম অভিনয়  জানে না
আর চিতার আগুন বোঝে না মানুষ মানুষ খেলা।
আগুন  শুধু পোড়াতে পারে
তাই পোড়ায় মানুষের অনুভব আর মানুষকে
আর তাইতো চিতাকাঠ ডাকে।

জীবন চিরকাল মৃত্যুর দিকে এগোতে থাকে
চিরকালীন এই এগিয়ে যাওয়া মানুষের প্রাপ্য বাঁচা।
মানুষ ভয় পায় মরতে
কিন্তু নিজের মৃত্যু কামনা করে না এমন কজন আছে।
আমি কারণ জানি
কারণ চিতাকাঠ মানুষের মতো মুখোশ পরে না। 

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...