কবিতার কবি (২)
............... ঋষি
==================================================
তুমি যুদ্ধের কি বোঝো কবি
সোজাসাপ্টা রুল টানা খাতায় কবিতায় প্রেম লেখো।
পাতায় পাতায় তুমি চলন্তিকা
অজস্র হৃদয়ের কারবারে তুমি শুধু আদর লেখো।
কখনো ছেঁড়া কাপড়ে সম্মান ঢাকার চেষ্টা করেছো
কখনো এক কণা অন্নের জন্য রাস্তায় দাঁড়িয়ে দেখেছো
আচ্ছা যে মেয়েটা রোজদিন রাত্রি করে বাড়ি ফেরে
পাড়ার রকে উঠতি যুবকের সমালোচনায় কান পেতেছো।
কান পেতেছো গৃহস্থের ঘরে
সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনির পরে যে গৃহিনী আধ পেটা খায়।
কিংবা যাকে ভেবে তুমি কবিতা লেখো
সে যদি ও পাড়ার লাল্টুর হাত ধরে হেঁটে যায়।
কেমন লাগে
ঠিক যুদ্ধ পরিস্থিতি তাই না।
ঠিক যেন চারিদিকে কারফিউ ,ব্ল্যাক আউট তাই
এসব বুঝেছো কোনো দিন কবি ?
কবি অবাক হয়ে আকাশের দিকে চায়
প্রশ্ন করে কবিতা কাকে বলে ?চলন্তিকাকে ? ভালোবাসাকে ? যুদ্ধকে।
জানতে চায় তবে সে কাকে নিয়ে লিখবে ?
সমালোচক চুপ
কিন্তু কবি পাগল তাই আজও সে সময় লিখে যায়
পাতায় পাতায় কবির কলম অন্তঃস্বত্বা বারংবার সময় জন্ম দেয়।
............... ঋষি
==================================================
তুমি যুদ্ধের কি বোঝো কবি
সোজাসাপ্টা রুল টানা খাতায় কবিতায় প্রেম লেখো।
পাতায় পাতায় তুমি চলন্তিকা
অজস্র হৃদয়ের কারবারে তুমি শুধু আদর লেখো।
কখনো ছেঁড়া কাপড়ে সম্মান ঢাকার চেষ্টা করেছো
কখনো এক কণা অন্নের জন্য রাস্তায় দাঁড়িয়ে দেখেছো
আচ্ছা যে মেয়েটা রোজদিন রাত্রি করে বাড়ি ফেরে
পাড়ার রকে উঠতি যুবকের সমালোচনায় কান পেতেছো।
কান পেতেছো গৃহস্থের ঘরে
সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনির পরে যে গৃহিনী আধ পেটা খায়।
কিংবা যাকে ভেবে তুমি কবিতা লেখো
সে যদি ও পাড়ার লাল্টুর হাত ধরে হেঁটে যায়।
কেমন লাগে
ঠিক যুদ্ধ পরিস্থিতি তাই না।
ঠিক যেন চারিদিকে কারফিউ ,ব্ল্যাক আউট তাই
এসব বুঝেছো কোনো দিন কবি ?
কবি অবাক হয়ে আকাশের দিকে চায়
প্রশ্ন করে কবিতা কাকে বলে ?চলন্তিকাকে ? ভালোবাসাকে ? যুদ্ধকে।
জানতে চায় তবে সে কাকে নিয়ে লিখবে ?
সমালোচক চুপ
কিন্তু কবি পাগল তাই আজও সে সময় লিখে যায়
পাতায় পাতায় কবির কলম অন্তঃস্বত্বা বারংবার সময় জন্ম দেয়।
No comments:
Post a Comment