একলা পাখি
............ ঋষি
============================================
অনেকদিনের সে সব কথা
ঘুম থেকে উঠে দেখি জানলার গ্রিলে বসে সেই পাখি।
সুর ছড়াচ্ছে ,গাইছে ,হাসছে আর পাগলের মতো কাঁদছে
কেন জানি না মায়া হয়।
কিন্তু কি জানিস পাখি ভালোবাসলে আকাশ পাওয়া যায়
কিন্তু আকাশ যে একটাই।
আজ সুর ছড়াচ্ছে
তোর পোট্রেটে ধরা লাল ,নীল ,সবুজ হাজারো রং
বুঝতে চাস নি না ,অপেক্ষা কাকে বলে ?
কাকে বলে বেঁচে থাকার মরণ নির্যাস।
তোর ডানায় হাজারো রঙের পালকে একটা রং লাল
জানি না ভালোবাসা কেন লাল হয় ?
মনে হয় ভালোবাসা তো রক্তের মতো দরকারি
আর জীবন সে তো ভালোবাসার পূজারী।
কি বলছিস ?
ক্ষমা।
ভুল করে ভালোবাসা যায়
কিন্তু ভালোবাসলে আর ভুল করা যায় না।
অনেকদিনের সেসব কথা
সকালের সূর্যের পাশে তুই সেই পাখি জানলার গ্রিলে।
তখন থেকে ডেকে চলছিস
হয় মায়া ,যা উড়ে তুই।
আর ফিরে আসিস না ,আর কোনো দরকার নেই
শুধু আকাশের মাঝে তুই আজো একলা।
............ ঋষি
============================================
অনেকদিনের সে সব কথা
ঘুম থেকে উঠে দেখি জানলার গ্রিলে বসে সেই পাখি।
সুর ছড়াচ্ছে ,গাইছে ,হাসছে আর পাগলের মতো কাঁদছে
কেন জানি না মায়া হয়।
কিন্তু কি জানিস পাখি ভালোবাসলে আকাশ পাওয়া যায়
কিন্তু আকাশ যে একটাই।
আজ সুর ছড়াচ্ছে
তোর পোট্রেটে ধরা লাল ,নীল ,সবুজ হাজারো রং
বুঝতে চাস নি না ,অপেক্ষা কাকে বলে ?
কাকে বলে বেঁচে থাকার মরণ নির্যাস।
তোর ডানায় হাজারো রঙের পালকে একটা রং লাল
জানি না ভালোবাসা কেন লাল হয় ?
মনে হয় ভালোবাসা তো রক্তের মতো দরকারি
আর জীবন সে তো ভালোবাসার পূজারী।
কি বলছিস ?
ক্ষমা।
ভুল করে ভালোবাসা যায়
কিন্তু ভালোবাসলে আর ভুল করা যায় না।
অনেকদিনের সেসব কথা
সকালের সূর্যের পাশে তুই সেই পাখি জানলার গ্রিলে।
তখন থেকে ডেকে চলছিস
হয় মায়া ,যা উড়ে তুই।
আর ফিরে আসিস না ,আর কোনো দরকার নেই
শুধু আকাশের মাঝে তুই আজো একলা।
No comments:
Post a Comment