না আজ থাক
............ ঋষি
================================================
ঠোঁট লাগবে
তারপর বুক ,তারপর কাঁপন,আর হৃদয়
সে তো মাঝদরিয়ায় তখন আপনহারা প্রাণ
পাগল খাবি কি
শেষ রসটুকু চুষে নিয়ে পুরো মাতাল
কোনো নোনতা সামুদ্রিক ঢেউ
ঢেউয়ে পরে ঢেউ
হৃদয় ছুঁয়ে ভেঙে যাবে সভ্যতার পারে মাটির চর.
ভাঙবে ঘর ,ভাঙবে সভ্যতার জঙ্গলে নিয়মিত হত্যার জীব
সবটাই অনিয়মিত।
অনেকগুলো যাপন ভেঙে শরীরে নোনতায়
কেমন একটা ভিজে ভাব ,জ্যাব ,জ্যাবে ঘাম।
শুষে নেবে মাতাল মন্থন
কোনো হৃদয়ের সুখ।
আর দুঃখ
না আজ সে কথা থাক।
ঠোঁট লাগবে
সমুদ্রের যদি তটে ইচ্ছা সমুদ্র চোখ রগড়ে দেখবে জ্বালা।
সত্যি পুড়ে যাওয়ার সুখ
আর দুঃখ
না সে কথা আর বলবো না
আকাশ আর সমুদ্র শুধু মাঝদরিয়ার মাঝির আবদার।
............ ঋষি
================================================
ঠোঁট লাগবে
তারপর বুক ,তারপর কাঁপন,আর হৃদয়
সে তো মাঝদরিয়ায় তখন আপনহারা প্রাণ
পাগল খাবি কি
শেষ রসটুকু চুষে নিয়ে পুরো মাতাল
কোনো নোনতা সামুদ্রিক ঢেউ
ঢেউয়ে পরে ঢেউ
হৃদয় ছুঁয়ে ভেঙে যাবে সভ্যতার পারে মাটির চর.
ভাঙবে ঘর ,ভাঙবে সভ্যতার জঙ্গলে নিয়মিত হত্যার জীব
সবটাই অনিয়মিত।
অনেকগুলো যাপন ভেঙে শরীরে নোনতায়
কেমন একটা ভিজে ভাব ,জ্যাব ,জ্যাবে ঘাম।
শুষে নেবে মাতাল মন্থন
কোনো হৃদয়ের সুখ।
আর দুঃখ
না আজ সে কথা থাক।
ঠোঁট লাগবে
সমুদ্রের যদি তটে ইচ্ছা সমুদ্র চোখ রগড়ে দেখবে জ্বালা।
সত্যি পুড়ে যাওয়ার সুখ
আর দুঃখ
না সে কথা আর বলবো না
আকাশ আর সমুদ্র শুধু মাঝদরিয়ার মাঝির আবদার।
No comments:
Post a Comment