Tuesday, October 18, 2016

শান্তির আশ্রয়

শান্তির আশ্রয়
............ ঋষি
=================================================
আমার কোনো বাড়ি নেই ,নেই ঘর
সময় স্থায়িত্ব খোঁজে সময়ে ফাঁকে জমতে থাকা অভিমান
ঠিক এই কথা বলেছিস তুই।
কিন্তু চলন্তিকা বাড়ি মানে কি শুধু চারদেয়ালের ঘর
একটা ছোট খোলা আকাশও তো  বাড়ি হতে পারে
হতে পারে জীবন,,,,,, পরিচয়।

ভালোবাসাও তো একটা বাড়ি
যেখানে চলন্তিকা সময়ের রোমন্থনে সকল হিসেবনিকেশের অবসান।
যেখানে এক সমুদ্র মেঘ ,তারপর বৃষ্টি
একটা খোলা বুক ,তারপর আগুন।
সব পুড়ে ছাই
সমস্ত হিসেবে নিকেশ ,সমস্ত গন্ডি ,সমস্ত ভাবনা।
সেখানে মিলে যায় আকাশ আর সমুদ্র গভীর নীলে
সেখানেও তো তোর বাস চলন্তিকা ,
সেটা কি তোর বাড়ি নয়।
আচ্ছা  মানুষ তো নিঃস্ব হতে পারে ,হতে পারে আমার মতো বেজন্মা
কিন্তু ভালোবাসা সে তো বেহিসেবেই ভালো লাগে
ভালোবাসা কি চলন্তিকা কোনো বাড়ি নয়।

তোর খোঁজ কোনো একটুকরো জমি ,একটা কফিন
যেখানে ভিড় করা দুঃখের শহরে ,এক চিলতে হাসি।
আচ্ছা চলন্তিকা জীবন মানে কি শুধু দুঃখ
সেখানে তো সুখও  আছে ,আছে বেঁচে থাকার ইচ্ছা ,একটা আলাদা স্বপ্ন
আমার যেমন  তুই চলন্তিকা একটা খোলা আকাশ
একটুকরো বিশ্বাস আর অবাধ স্বাধীনতার একটা শান্তির আশ্রয়।  

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...