Thursday, October 13, 2016

আসল কাব্য

আসল কাব্য
..........ঋষি
=============================================
জানি হয় না
কি করে হবে ? কি ভাবে হবে ?
সময়ের ঘরে সৈনিকের কুইক মার্চে গল্পের শেষে
রক্তক্ষয়ী সেই যুদ্ধ।
ভিজে যাওয়া পানিপথ বুকে নিয়ে একলা হবে
সেই তো আসল কাব্য।

এই শহরের বাতাসে আজকাল দীর্ঘশ্বাস বাস করে
এই শহরের পথে ঘাটে আজকাল প্রতীক্ষা বাস করে।
প্রতীক্ষা সময়ের সফরের শেষ হ্যারিকেনের আলোর
আর আমার কলমের নিবে অনবরত তুমি।
জানি এই ভাবে সময় শেষ হবে
পথ ফুরিয়ে পথের শেষে নতুন চারাগাছ অঙ্কুরিত হবে।
আরো সবুজ
আরো আলো ,এই ভাবে ঠিক এই ভাবে
আমার কলমে তুমিই  কবিতা হবে।

জানি হয় না
কি ভাবে এই সময় হবে ?
তোমার ঠোঁটের ভিজে যাওয়া ইচ্ছাগুলো
আমার জন্ম হবে।
প্রতিবারে যখনি আমার কলমে ক্রমাগত তুমি
আসবে ,যাবে ,আর আবার চলে যাবে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...