আরো শূন্যতায়
............... ঋষি
=========================================
তেতো সিগারেট ঠোঁট
চুষে নিয়ে পাগলের মতো অনুরণন।
কেঁপে যাচ্ছে ভিতরে
পাগলী উঠছে ঝড় ,আকাশ ,বাতাস সব বন্ধ।
আর একলা নেশা
ক্রমশ ক্লোস্ড সার্কিটে কিছু স্বপ্ন কবিতা লিখছে।
ফরমাস খাটতে খাটতে জীবন
কোনো বিছানার বদলানো চাদরের মতো ভীষণ দুরছাই।
কিংবা ধরো একলা শহরে রেলিং ধরে হাঁটা
অনেকটা পথ ,পা বাড়াই শূন্যতায়।
সবটাই নাটক
এই কবিতা নাটককে প্রশ্রয় দেয় না।
এই কবিতার শব্দ রক্তের থেকে সত্যি কোনো নীরবতা
চুপচাপ ফিসফিস কানে কাছে বলতে থাকে।
চল পা বাড়াই
আরো শূন্যতায়।
মুখের উপর উপচে উঠছে স্তন
পাতায় পাতায় গড়িয়ে নামছে সবুজ রক্ত।
পাগলী ক্রমশ শীৎকারে প্রকৃতি কাঁদছে
এই নয় কোনো প্রকৃতির সবুজ যোনি কল্পনায়।
এই হলো স্বয়ং সৃষ্টি
মাইক্রোফোনিক কোনো স্পষ্টতা নীরব আজ কবিতা।
............... ঋষি
=========================================
তেতো সিগারেট ঠোঁট
চুষে নিয়ে পাগলের মতো অনুরণন।
কেঁপে যাচ্ছে ভিতরে
পাগলী উঠছে ঝড় ,আকাশ ,বাতাস সব বন্ধ।
আর একলা নেশা
ক্রমশ ক্লোস্ড সার্কিটে কিছু স্বপ্ন কবিতা লিখছে।
ফরমাস খাটতে খাটতে জীবন
কোনো বিছানার বদলানো চাদরের মতো ভীষণ দুরছাই।
কিংবা ধরো একলা শহরে রেলিং ধরে হাঁটা
অনেকটা পথ ,পা বাড়াই শূন্যতায়।
সবটাই নাটক
এই কবিতা নাটককে প্রশ্রয় দেয় না।
এই কবিতার শব্দ রক্তের থেকে সত্যি কোনো নীরবতা
চুপচাপ ফিসফিস কানে কাছে বলতে থাকে।
চল পা বাড়াই
আরো শূন্যতায়।
মুখের উপর উপচে উঠছে স্তন
পাতায় পাতায় গড়িয়ে নামছে সবুজ রক্ত।
পাগলী ক্রমশ শীৎকারে প্রকৃতি কাঁদছে
এই নয় কোনো প্রকৃতির সবুজ যোনি কল্পনায়।
এই হলো স্বয়ং সৃষ্টি
মাইক্রোফোনিক কোনো স্পষ্টতা নীরব আজ কবিতা।
No comments:
Post a Comment