Tuesday, October 18, 2016

মৃত্যুর খবর

 মৃত্যুর তত্বতলাশ
.............. ঋষি
=======================================
প্রতিটা মৃত্যুর একটা করে দেশ থাকে
কিন্তু  আমার দেশ চলন্তিকার আঁচলে মৃত্যু।
সকালের আলো যখন বিভাবরী মাতাল
তখন আমার গৃহস্থ গ্রামাফোনে সকালের বাঁচা।
এফ এম নাইনে শুনতে পাওয়া রোজকার খবর
মৃত্যু বাড়ছে এই শহরে।

মৃত্যু বাড়ছে এই শহরে
খোলা নখ ,হাতে পায়ে রক্ত মাখা ব্যাভিচার বেড়েই চলেছে।
সময় পেরিয়ে সীতারা সব আজ দগ্ধ
নিজস্ব আয়নায় মুখ দেখে ললাটের সিঁদুরে খোঁজে মৃত্যু।
শৈশব শুকিয়ে যাওয়া চামড়ার ভাঁজে শহরের দূষণ
মাঠ পেড়িয়ে আজ বড় বড় স্ক্যাই স্ক্যাপারে আকাশ মৃত।
মৃত যৌবন আটপৌরে স্বপ্ন দেখে ভালোবাসা ,সুখের ঘর
ছেঁড়া পকেটের রুমালে প্রেমিকার লিপস্টিক তবু মৃত।
বার্ধ্যকের শেষ কটা দিন বিছানার চাদরে
অপেক্ষারত নথিবদ্ধ মৃত্যুর কারবার।

প্রতিটা মৃত্যুর মতো আমার মৃত্যু চলন্তিকা তুমি
শিশিরের স্পর্শে বেঁচে থাকার আকাঙ্খার অপেক্ষারত শহর।
 একটা সকাল চাইছে মানুষ
আমি চলন্তিকা তোমাতে বিভোর মৃত্যুর কোলে শুয়ে বেঁচে।
এটা কোনো বাড়তে থাকা পরিসংখ্যান নয়
শুধু বেড়ে যাওয়া মৃত্যুর খবর। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...