পিরামিডের দেশ (২)
........ ঋষি
===========================================
আরো যখন সবুজ হয়ে যায়
তখন খোলা বুকে কোনো পিরামিড সূর্যডোবা দেশ।
নিস্তব্ধ মরুভূমি ভালো লাগে
যখন সেই সূর্য সকালে প্রথম শীতল হয়।
কিন্তু রাত্রি সাপ,খোপ আর হায়নার বাস
সাবধান তাই।
তোকে বলি নি
একটা কালো নদী তোর দেশে অনেক আদোরে থাকে।
তোকে বলি নি
এক অদ্ভুত অন্ধকার শাখাপ্রশাখা তোকে ঘিরে থাকে।
তবুও সেখানে ঈশ্বরের বাস
তবুও সে যে চোখের তৃপ্তি
একটা পিরামিডের দেশ তোর গভীরে থাকে।
সেই চোখ যখন ঈশ্বর খুঁজতে থাকে
সরে যায় মেঘ ,তুমুল বর্ষণ তবু পিরামিড শুকিয়ে যায়
কেউ ঠোঁট রাখে না ভালোবেসে
শুধু দেখতে চাই হয়তো অধিকারে
আরো যখন সবুজ হয়ে যায়
সেই কালো নদী শাখাপ্রশাখায় ছড়িয়ে পরে একটা দেশে।
সেটা পিরামিডের দেশ
তোর ভিতরে দৃশ্যে সেই দেশ রাখা আছে।
অদ্ভুত শীতলতা সেই জলে
আর সেই জলে ভেসে যায় সময়ের চোখ নোনতায়।
........ ঋষি
===========================================
আরো যখন সবুজ হয়ে যায়
তখন খোলা বুকে কোনো পিরামিড সূর্যডোবা দেশ।
নিস্তব্ধ মরুভূমি ভালো লাগে
যখন সেই সূর্য সকালে প্রথম শীতল হয়।
কিন্তু রাত্রি সাপ,খোপ আর হায়নার বাস
সাবধান তাই।
তোকে বলি নি
একটা কালো নদী তোর দেশে অনেক আদোরে থাকে।
তোকে বলি নি
এক অদ্ভুত অন্ধকার শাখাপ্রশাখা তোকে ঘিরে থাকে।
তবুও সেখানে ঈশ্বরের বাস
তবুও সে যে চোখের তৃপ্তি
একটা পিরামিডের দেশ তোর গভীরে থাকে।
সেই চোখ যখন ঈশ্বর খুঁজতে থাকে
সরে যায় মেঘ ,তুমুল বর্ষণ তবু পিরামিড শুকিয়ে যায়
কেউ ঠোঁট রাখে না ভালোবেসে
শুধু দেখতে চাই হয়তো অধিকারে
আরো যখন সবুজ হয়ে যায়
সেই কালো নদী শাখাপ্রশাখায় ছড়িয়ে পরে একটা দেশে।
সেটা পিরামিডের দেশ
তোর ভিতরে দৃশ্যে সেই দেশ রাখা আছে।
অদ্ভুত শীতলতা সেই জলে
আর সেই জলে ভেসে যায় সময়ের চোখ নোনতায়।
No comments:
Post a Comment