Tuesday, October 18, 2016

ঘুম ভেঙে যায় (৪)

ঘুম ভেঙে যায় (৪)
..... ঋষি
=========================================
ঠোঁটের কাছে এসে  থেমে যায় নিশুতি রাত
যাপন যখন জীবন ছাপিয়ে তখন
হিসেবি সুখের আনাগোনা অভ্যেস হয়ে দাঁড়ায়।
তখন আকাশের চাঁদ প্রেমিকার মুখ
আর জীবন পরে পাওয়া ভগ্নাংশে বাঁচতে চাওয়ার সুখ
ঠোঁটে ঠোঁট ,,,নিশ্চিন্তে ঘুম।

আসলে ভালোবাসলে সবসময় আকাশ হতে নেই
এই কথা আমার চলন্তিকা বলে।
ভালোবাসা যখন  আকাশ হয়ে যায় ,,তখন গর্ব
তখন অনুতাপ।
কিন্তু ভালোবাসায় গর্ব ,অনুতাপ  এসব কিছুই নেই
শুধু সুখ।
কোনো এক শুকিয়ে যাওয়া গোলাপ জানে ঘুমোনোর সুখ
সময়ের পাতাতে ক্রমাগত লেখা রক্তক্ষরণ।
আর স্বপ্ন সে যে তোমার ঠোঁটে ঠোঁট ঘষে আস্ফালন
আমি আছি চলন্তিকা।

ঠোঁটের কাছে এসে  থেমে যায় নিশুতি রাত
নিজস্ব আয়নায় তখন খসে পরে আঁচল।
তোমার অনাবৃত স্তনে ঠোঁট রেখে ঢুকে যায় মায়া
 ঘুমিয়ে পরে সময়।
আর তারপর আবার একটা অন্যদিনে চলন্তিকা আমি জেগে
ঘুম ভেঙে যায়।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...