মানুষ আর সময়
.... ঋষি
===================================
এই সময় মানুষের ,এই পাওয়াটা প্রাপ্য চলন্তিকা
প্রতিটা হেরে যাওয়া থেকে ফিরে আসা আমাদের জীবন
কিন্তু হেরে যাওয়াটা জীবনেরই প্রাপ্য ।
প্রতিটা হাসি যেমন জীবনের আলোর উৎস
তেমনি প্রতি ফোঁটা কান্না সবসময় অন্ধকার নয়
হেরে গিয়ে ফিরে আসাটা মানুষের উপস্থিতি।
আজ সত্যি বলছি চলন্তিকা সত্যি কষ্টকর
এই বাজারে পাঁকের পদ্মটা মানুষের আর পাঁকটা অপ্রয়োজনীয়
এই বাজারে নীলকণ্ঠ পূজনীয় কিন্তু তার আদর্শ।
হা ঈশ্বর,,,,,, আমরা সবাই বলি
কিন্তু সে শুধু এক শ্রেণীর বাঁচার লোভ আর এক শ্রেণীর রুজি।
কজন আমরা ঈশ্বরের পথে চলি ?
একটা ভন্ডামি লেগে আছে মানুষের মনে ,কিছুটা স্বার্থপরতা
আর লোভ।
লোভ মানুষের বেঁচে থাকার স্বাবাভিক
কিন্তু লোভ যদি যাপনের অঙ্গ হয়ে যায় তবে মানুষ লুলা ,ল্যাংড়া ,অসহায়।
এই অসহায়তা মানুষের প্রাপ্য চলন্তিকা
আর এই সময় মানুষের সৃষ্টি।
এই সময় মানুষের ,এই পাপ বোধ প্রাপ্য চলন্তিকা
কিন্তু প্রতিটা পাপ যদি মানুষের অন্তরে অনুভবের যন্ত্রনা দেয়।
তবে সেটাও পাপ নয় ঈশ্বরের অধিক।
মানুষের পঞ্চ রিপু মানুষেরই সাথে সেলাই করা চলন্তিকা।
কিন্তু মানুষ কোনো হেরে যাওয়া প্রজাতির নাম নয়
আমার বিশ্বাস মানুষ নিজেই তার সব প্রশ্নের সমাধান।
.... ঋষি
===================================
এই সময় মানুষের ,এই পাওয়াটা প্রাপ্য চলন্তিকা
প্রতিটা হেরে যাওয়া থেকে ফিরে আসা আমাদের জীবন
কিন্তু হেরে যাওয়াটা জীবনেরই প্রাপ্য ।
প্রতিটা হাসি যেমন জীবনের আলোর উৎস
তেমনি প্রতি ফোঁটা কান্না সবসময় অন্ধকার নয়
হেরে গিয়ে ফিরে আসাটা মানুষের উপস্থিতি।
আজ সত্যি বলছি চলন্তিকা সত্যি কষ্টকর
এই বাজারে পাঁকের পদ্মটা মানুষের আর পাঁকটা অপ্রয়োজনীয়
এই বাজারে নীলকণ্ঠ পূজনীয় কিন্তু তার আদর্শ।
হা ঈশ্বর,,,,,, আমরা সবাই বলি
কিন্তু সে শুধু এক শ্রেণীর বাঁচার লোভ আর এক শ্রেণীর রুজি।
কজন আমরা ঈশ্বরের পথে চলি ?
একটা ভন্ডামি লেগে আছে মানুষের মনে ,কিছুটা স্বার্থপরতা
আর লোভ।
লোভ মানুষের বেঁচে থাকার স্বাবাভিক
কিন্তু লোভ যদি যাপনের অঙ্গ হয়ে যায় তবে মানুষ লুলা ,ল্যাংড়া ,অসহায়।
এই অসহায়তা মানুষের প্রাপ্য চলন্তিকা
আর এই সময় মানুষের সৃষ্টি।
এই সময় মানুষের ,এই পাপ বোধ প্রাপ্য চলন্তিকা
কিন্তু প্রতিটা পাপ যদি মানুষের অন্তরে অনুভবের যন্ত্রনা দেয়।
তবে সেটাও পাপ নয় ঈশ্বরের অধিক।
মানুষের পঞ্চ রিপু মানুষেরই সাথে সেলাই করা চলন্তিকা।
কিন্তু মানুষ কোনো হেরে যাওয়া প্রজাতির নাম নয়
আমার বিশ্বাস মানুষ নিজেই তার সব প্রশ্নের সমাধান।
No comments:
Post a Comment