সন্ধ্যে নামছে
........... ঋষি
============================================
সন্ধ্যেরা সবসময় ভীষণ ক্লান্ত হয়
অনেকটা চলার পর রাস্তার পাশে ছায়া ফেলে।
ভীষণ ক্লান্ত
তারপর হঠাৎ ঝুপ করে হর হর মহাদেব।
ব্যোম ভোলে ,নেশা হয়
সন্ধ্যে নামে ,ক্রমশ চোখ বুজে যায় অন্ধকারে।
দিনগুলো ঠিক তোর মতো
এত আলো ,এক মুখ হাসি ,আলাদা মাধুৰ্য।
ক্রমশ কর্কশ পায়ের ছাপ শহরের বুকে
ধুলো ওড়ে ,ব্যস্ত একটা দিন ,মানুষ ভুলতে চায় সন্ধ্যাকে।
তবু সন্ধ্যে নামে কোনো শব্দবহুল দিনের পর
পৃথিবীর ক্লান্ত পাগুলো বাড়ি ফেরে।
ঠিক তোর মতো
ক্রমশ মলিন হতে থাকে হাসি ,বাড়তে থাকে চোখের তলায় কালি।
তারপর অন্ধকার রাত্রি
ফিসফিস করে অনেককিছু বলে ,পাশ ফিরে শোয়
দিন শেষ।
সন্ধ্যেরা সবসময় ভীষণ ক্লান্ত হয়
অনেকটা চলার পর তোর সাদা শাড়িতে একটা রঙিন ছোপ।
আমি দেখতে পাই হৃদয়
তারপর হঠাৎ কোনো ব্যস্তসমস্ত দিনে তুই একা।
জানলার পাশে বসে সময় বুনছিস
সন্ধ্যে নামছে তোর শহরে।
........... ঋষি
============================================
সন্ধ্যেরা সবসময় ভীষণ ক্লান্ত হয়
অনেকটা চলার পর রাস্তার পাশে ছায়া ফেলে।
ভীষণ ক্লান্ত
তারপর হঠাৎ ঝুপ করে হর হর মহাদেব।
ব্যোম ভোলে ,নেশা হয়
সন্ধ্যে নামে ,ক্রমশ চোখ বুজে যায় অন্ধকারে।
দিনগুলো ঠিক তোর মতো
এত আলো ,এক মুখ হাসি ,আলাদা মাধুৰ্য।
ক্রমশ কর্কশ পায়ের ছাপ শহরের বুকে
ধুলো ওড়ে ,ব্যস্ত একটা দিন ,মানুষ ভুলতে চায় সন্ধ্যাকে।
তবু সন্ধ্যে নামে কোনো শব্দবহুল দিনের পর
পৃথিবীর ক্লান্ত পাগুলো বাড়ি ফেরে।
ঠিক তোর মতো
ক্রমশ মলিন হতে থাকে হাসি ,বাড়তে থাকে চোখের তলায় কালি।
তারপর অন্ধকার রাত্রি
ফিসফিস করে অনেককিছু বলে ,পাশ ফিরে শোয়
দিন শেষ।
সন্ধ্যেরা সবসময় ভীষণ ক্লান্ত হয়
অনেকটা চলার পর তোর সাদা শাড়িতে একটা রঙিন ছোপ।
আমি দেখতে পাই হৃদয়
তারপর হঠাৎ কোনো ব্যস্তসমস্ত দিনে তুই একা।
জানলার পাশে বসে সময় বুনছিস
সন্ধ্যে নামছে তোর শহরে।
No comments:
Post a Comment