আকাশের চাঁদ
.............. ঋষি
==============================================
নিস্কলঙ্ক একটা কবিতা লিখতে গিয়ে
বারংবার অক্ষের চাঁদের মতো কলঙ্ক লিখে ফেলি।
কলঙ্ক বেঁচে থাকা ,কলঙ্ক একা থাকা
এই সমাজ ,এই অধিকার ,এই অস্তিত্ব ,সর্বোত্তম দেশ।
সবটাই শুধু একই আসনে আসীন
আমার ,তোমার মতো একা কোনো ক্ষয়িষ্ণু সমাজবোধ।
হাসছে জীবন হাসছে
সকালের সূর্যের সাথে ব্রেকফাস্ট ,তারপর সেই মেকি হাসি।
কাঁদছে জীবন কাঁদছে
বিছানার চাদরে মেশা একা থাকা আকাশের চাঁদ।
নিস্কলঙ্ক আকাশ
এই কবিতার সীমানা ছাড়ানো বিশ্ব ব্রম্হান্ডে এক টুকরো গোলক।
ঘুরে চলছে সময়ের পরিধিতে
সবটাই শুধু নিয়ম আর নিয়মিত
তার বাইরে বাকিটা অপ্রাসঙ্গিক।
নিস্কলঙ্ক একটা কবিতা লিখতে গিয়ে
লিখে ফেলি তোমায় চলন্তিকা এক না শেষ হওয়া কাহিনী।
সময় বদলায় ,বদলায় মানুষের মানচিত্র
কিন্তু অস্তিত্ব সবটা এক নাড়াচাড়া জীবনের না ভুলতে থাকা পর্যায়।
আগুনের স্ফুলিঙ্গের মতো আরো উজ্বল
তাইতো আকাশের চাঁদও মলিন নয়।
.............. ঋষি
==============================================
নিস্কলঙ্ক একটা কবিতা লিখতে গিয়ে
বারংবার অক্ষের চাঁদের মতো কলঙ্ক লিখে ফেলি।
কলঙ্ক বেঁচে থাকা ,কলঙ্ক একা থাকা
এই সমাজ ,এই অধিকার ,এই অস্তিত্ব ,সর্বোত্তম দেশ।
সবটাই শুধু একই আসনে আসীন
আমার ,তোমার মতো একা কোনো ক্ষয়িষ্ণু সমাজবোধ।
হাসছে জীবন হাসছে
সকালের সূর্যের সাথে ব্রেকফাস্ট ,তারপর সেই মেকি হাসি।
কাঁদছে জীবন কাঁদছে
বিছানার চাদরে মেশা একা থাকা আকাশের চাঁদ।
নিস্কলঙ্ক আকাশ
এই কবিতার সীমানা ছাড়ানো বিশ্ব ব্রম্হান্ডে এক টুকরো গোলক।
ঘুরে চলছে সময়ের পরিধিতে
সবটাই শুধু নিয়ম আর নিয়মিত
তার বাইরে বাকিটা অপ্রাসঙ্গিক।
নিস্কলঙ্ক একটা কবিতা লিখতে গিয়ে
লিখে ফেলি তোমায় চলন্তিকা এক না শেষ হওয়া কাহিনী।
সময় বদলায় ,বদলায় মানুষের মানচিত্র
কিন্তু অস্তিত্ব সবটা এক নাড়াচাড়া জীবনের না ভুলতে থাকা পর্যায়।
আগুনের স্ফুলিঙ্গের মতো আরো উজ্বল
তাইতো আকাশের চাঁদও মলিন নয়।
No comments:
Post a Comment