Sunday, October 16, 2016

খুব সাধারণ কন্যা

খুব সাধারণ কন্যা
..... ঋষি
===============================================
মিতা বলে মেয়েটা মরে গেলো
সোজাসাপ্টা মরে গেলো  ,সময় থেকে চলে গেলো।
কিন্তু কেন ?
এই প্রশ্ন সময়কে করা হয়েছে বারংবার
উত্তরে কারণ ছাড়া পাওয়া মিতাদের মরে যেতে হয় বারবার ।

সামনের শিবতলায় বুড়ো জ্যোতিষী আজও বসে
হাত দেখে বলেছিলো মিতাকে মৃত্যু যোগ।
ভালো পড়াশুনা হবে চাইলে চাকরিও হবে ভালো
কিন্তু কেন ?
মিতাদের মরে যেতে হয়।
উত্তর চেয়েছে অনেকে খবরে ,মিডিয়ায় ,আরো অনেক নাটকে
তবু  কারণ ছাড়া এই সমাজ বলে মিতাদের মরে যেতে হয়।
মরতেই হয় মিতাদের
কারণ না সে অজানা নয় পুরুষও তন্ত্র।
ভোগ তন্ত্র ,সমাজ তন্ত্র ,খিচুড়ি তন্ত্র
যন্তরমন্তরে এই সময় মিতাদের মরতেই হয়
কারণ ভালোবাসা ,প্রেম ,সম্পর্ক সব ছাড়িয়ে মানুষ আজ লোভী।

মিতা বলে মেয়েটা মরে গেলো
তোমার কেও প্রতিবাদ করলে ?পুজো শেষে বিজয় মিছিল হলো সাজানো,
আর প্রতিবাদ ? আচ্ছা ভাবো তো দেবী দুর্গাকেও যদি মেরে ফেলা হয়।
একদম না সে তো দেবী মহিষমর্দ্দিনী
আর মিতা তোমার আমার ঘরের খুব সাধারণ গৃহস্থ কন্যা। 

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...