Friday, October 14, 2016

অন্য কোনো দিনে

অন্য কোনো দিনে
.............. ঋষি
=================================================

শুধু মেতে আছি
এই পাগল হাওয়ায় আমি শুধু ভেসে।
আরো চলেছি দূরে ,আরো দূরে চলন্তিকা তোমার দূর থেকে কাছে
এই শহরের হাওয়ায় আজ নেশা করেছে জীবন।
কোনো পাগলাটে মেঘের আদলে শুধু ঘোরা ফেরা আকাশ
আজ বিদীর্ণ চলন্তিকা তোমার প্রেমে।

এই ভাবে ঠিক এইভাবে
তোমাকে বলতে চাইনি আমি ভালোবাসি।
আমার শেষ মুঠোফোনের আলাপে তুমি বলেছিলে সুখে আছি
আমিও তো আছি সুখে।
এই শহরের প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে
প্রতিটা লাইট পোস্টার অন্ধকার হারানো দিনে।
আমি সুখে
শুধু মেতে আছি ,শুধু ভেসে আছি।
তোমার থেকে দূরে
আরো দূরে ভালোবাসি তোমায় চুপিচুপি।

হাওয়ার হাত ধরি ঠিক যেন তুমি চলন্তিকা
ভাসতে থাকি মনুমেন্ট ,ভিক্তোরিয়ার পাশ দিয়ে পাগলের মতো।
এগিয়ে যায় আরো কাছে ,আরো কাছে
বাতাসে তোমার সুবাস ঠিক যেন ভালোবাসা।
আর জীবনে চলন্তিকা তুমি
অন্য কোনো দিনে।

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...