Friday, October 14, 2016

স্বপ্ন দেখা

স্বপ্ন দেখা
............. ঋষি
===========================================
স্বপ্ন দেখতে ভালো লাগে
আর স্বপ্ন দেখি বলে হয়তো চলন্তিকা আমার কলমে তুমি।
বেশ তো
না হয় তুমি সেই কলেজ ফেরৎ যুবতী।
আমি পথ চলতি উড়তি যুবক ,পথে দেখা ,চোখে চোখ
তারপর বাকিটাও স্বপ্ন।

এই যে আজ তুমি বললে
তোকে আদর করতে ভীষণ ইচ্ছা করছে।
এটা হচ্ছে পাখির খোঁজ
খোলা আকাশের বুকে পরম আশ্রয়ে কোনো ডানা।
আরো গভীরে এসো,মিশে যায় ,তারপর
সবটাই স্বপ্ন।
এই ভাবে একদিন স্বপ্নের বাড়িঘর ,ঘরকন্না
ইচ্ছে দরজা ,ইচ্ছে পথ ,ইচ্ছে জীবন।
উঠতি,পড়তি আমি মধ্য চল্লিশের কোনো ঘর পোড়া গরু
তোমার দরজায় আর তুমি কোনো সম্পূর্ণ রমণী।

স্বপ্ন দেখতে ভালো লাগে
তাইতো চলন্তিকা তোমার হাত ধরে খোলা আকাশে হাঁটা।
অনেকটা পথ হাঁটার পর ক্লান্ত হয়ে চোখে চোখ রাখা
আর খোঁজা আশ্রয় ,লুকোনো প্রশ্রয়।
সবটাই স্বপ্ন বোধহয়
ভালোবাসলে জানো তো স্বপ্ন দেখতে হয়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...