Friday, October 14, 2016

প্রিয় নারী

প্রিয় নারী
.............. ঋষি
=================================================
প্রিয় নারী
তোমাকে বলবো বলে ভাষা পাওয়া যায় না।
আজ বিজয়ের পরে দশমীর পর্যায় মা চললেন
কিন্তু তুমি ,কোথাই আছো নারী ?
এই হারানোতে কোনো অধিকার লাগে না
শুধু ইচ্ছা ?

আমি ছোটবেলা থেকে ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখে
কি অদ্ভুত মায়াময় জালে তুমি ডুবিয়ে রেখেছো ভুবন।
অদ্ভুত তোমার ভঙ্গি
তুমি মা।

আরো অবাক হয়েছি যখন তোমাকে বুঝতে শেখ
প্রথম চোখে ধরা তোমার অবয়ব।
শারীরিক বর্ণনায় মন্ত্র মুগ্ধ কবিতা হারাতে থাকে
কিন্তু মা।
তোমার প্রেমে অবাক হওয়া আমি আজ আবার মুগ্ধ।
তুমিও মা হলে চলন্তিকা ,দেবী
অথচ একা।

প্রিয় নারী
তোমাকে ভালোবাসি বলাটা আমার অপরাধ।
যতদূর জেনেছি পুরুষ শুধু তিন পায়ের কোনো জানোয়ারের নাম
এটা স্বীকোরোক্তি তোমার কাছে।
কিন্তু মা
না এটা শুধু স্মৃতি নয় ,ইচ্ছা। তুমি কোথাই ?


No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...