Friday, October 14, 2016

দেশলাই কাঠি

দেশলাই কাঠি
......... ঋষি
==============================================
দেশলাই নিভে যাওয়ার আগে
আমার হাত ধরো চলন্তিকা ,চলো এগোই।
সময় ছাড়িয়ে ,সমস্ত বন্ধনের ওপারে
একবার আকাশের পথ ধরে গ্যালাক্সীর শেষ নিভে যাওয়া তারা।
আলোয় এসো চলন্তিকা
হাত ধরো পৃথিবীর শেষ প্রান্তে আজও অপেক্ষা।

প্রান্ত ছেড়ে কোনো প্রান্তিকে
আকাশের ভিড়ে হারানো তারাদের সাথে চলো একলা হই একবার।
কেউ তো চলন্তিকা দীর্ঘস্থায়ী নয়
শুধু সময়ের কাঁটা।
তিরতিরে নদীর মতো বোবা জীবন বয়ে চলে যায়
সমস্ত অবয়ব জুড়ে শান্তি চায়।
বাঁচতে চায় চলন্তিকা একবার দেশলাই নিভে যাওয়ার আগে
চলন্তিকা হাত ধরো ,চলো এগিয়ে যাই।

শেষ দেশলাই কাঠির বারুদে জীবনের স্থূপ
হাজার বছরের প্রতীক্ষার পরে আকাশের গভীরতা এই বুকে।
আগুন জ্বলে যেমন জীবন
এই মরুপ্রান্তরে হাজারো প্রতীক্ষায় মানুষের ভিড়ে অসংখ্য শরীর।
শুধু সময়
দেশলাই নিভে যাওয়ার আগে।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...