Friday, September 10, 2021

আকাশ একটা খাঁচা

 


আকাশ একটা খাঁচা 

... ঋষি 


তুমি বাড়িতে একটা পাখি পোষো 

তাকে তুমি আদর যত্নে খাইয়ে অনবদ্য  হাসতে থাকো ,

তুমি একটা পুতুল 

রান্না করো ,পনির রোলের ভিতর হয়তো কখনো ভুল করো।  

কিন্তু ভুলগুলো একা থাকে না  হৃদয়ের  

কারণ হৃদয়ের ভুলগুলোর সাথে জড়িয়ে থাকে কিছু মুহূর্ত। 

.

তুমি হাসছো 

তুমি পোষা পাখিটাকে জল দিয়ে চান করাচ্ছো 

পাখি বলছে মুক্তি 

তুমি বলছো চুপটি করে থাক,

এই তো বেশ 

তোমার দুঃখের কনিকায় পাখি আকাশ ভুলছে ধীরে ধীরে। 

.

এই কবিতায় পাখির একটা বাড়ি আছে 

এই কবিতায় পাখির পোশাকে লুকিয়ে আছে কিছু নগ্নতা 

এই কবিতায় পাখির ডানায় লেগে আছে সভ্যতা। 

তুমি হাসছো 

পাখিটা তাকিয়ে আছে তোমার মুখের দিখে 

পাখিটা ভাবছে 

তুমি একটা পুতুল ,

শুধু  ভালো থাকতে চাইছো 

কিন্তু পাখিটা যে আটকে আছে ভুলের খাঁচায়। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...