Friday, September 24, 2021

কিউ নেহি ভগবান



 কিউ নেহি ভগবান

.... ঋষি 

শেষ রাতে আকাশ সাদা হবার আগে পাহাড়ি চা বাগানের বস্তিতে 

এক সুন্দরীর ঘরে এক তারা জন্মাল

সময়ের তোলাপাড়ে আজব কিছু ঘটনা সর্বদা মানুষকে ভাবায় 

যে জন্মেছে সে মহাপুরুষ 

যে জন্মেছে সে কখনো মদ ছোঁবে না 

গলির মোড়ের নিয়ম করে দাঁড়ানো মেয়েগুলোর দিকে তাকাবে না 

সে হবে মুক্তির পথ। 

.

ওই কুয়াশার সাম্রাজ্যে ঘুম ভাঙা চোখে সকলে দেখতে এলো 

সুন্দরীর কোলের  তারাকে 

এলো ফরেস্ট ডিপার্টমেন্টের বড়ো বাবু 

সদ্য প্রসূতির ছেঁড়া শাড়ির ফাঁকে জিভ রেখে বললো 

তেরা মরদ নেহি রাহাতো ক্যা হুয়া 

ম্যা তো হু  ,

রাতমে আনা একবার মেরে ক্যাম্পমে । 

তারপর এলো চা বাগানের ফ্যাক্টরি ম্যানেজার 

বয়স্ক ম্যানেজার চশমার কাঁচ পরিষ্কার করতে করতে

সদ্য প্রসূতির সুন্দরীর বুকে চোখ ঘষতে ঘষতে বললো 

কুছ জরুরত হোনেসে বলনা 

দফোরকো মেরে অফিসমে আনা মিয়া খালি রেহতা হু। 

.

সেই প্রসূতি তখন তাকিয়ে দেওয়ালে টাঙানো তার মৃত মরদের দিকে

ভাঙাচোরা তার ঝুপড়িতে তখন আকাশের তারা , 

তার বাড়ির  অ্যান্টেনায় বসা কাকগুলো এতক্ষন চুপ ছিল 

এইবার ডেকে  উঠে বাবু মহল্লার সকলকে খবর দিল

 সুন্দরী কিছুদিন  গতর খাটবে না। 

গতবছর একই দিনে শেষ রাতে মারা গেছিলো কানহাইয়া 

অল্প বয়সে  জীর্ণ শরীরে রক্তের বদলে শিরা ধমনীতে তার

খেলা করে চলেছিল চোলাই মদের ধারা,

সুন্দরী একমুখ থুথু ছিটিয়ে দিলো দেওয়ালে টাঙানো ছবিটার দিকে 

তারপর  ডুকরে কেঁদে উঠলো এইবার 

 মুঝে লড়কি কিঁউ নহিদিয়া ভগবান, 

কিউ নেহি কিউ নেহি ভগবান।

.

বাইরে দাঁড়িয়ে তখন সুন্দরীর প্রতিবেশী একজন অন্যজনকে বললো 

বেশরম লড়কি ,পতি নেহি হ্যা তো ক্যা হ্যা ,মৌজ মে হ্যা 

আরেকজন বললো হাসতে হাসতে টিটকিরির সুরে 

উস্কা পতি নেহি তো ক্যা হুয়া 

ওহ তো করোর পতি হ্যা। 


No comments:

Post a Comment

মধ্যবর্তী

একটা বিস্ফোরণ দরকার ছিল  দরকার ছিল একটা সীমা ছাড়ানো চিৎকারের  তোমার বুকের কাপড় সরে গেছে ,আমি রয়ে গেছি মধ্যবর্তী  তোমার নাভির থেকে দাগগুলো যদ...