Sunday, September 19, 2021

কাপালিক

 কাপালিক 

... ঋষি 


সময়ের  কাপালিক পৃথিবীর প্রতি ভ্রম 

চারিপাশে ছড়ানো টুকরো টুকরো ভাবনা অনবদ্যতা 

বিড়ালের ইচ্ছা চুরির বাইরে পুকুর চুরি 

কায়দায় ভেজানো বিনয় মজুমদার আর ভুট্টা সিরিজ 

ভিজে থাকা তোমার চুল 

পোড়ামাটির খোদাই করা মুখ কষ্টনির্ভর। 

.

অসংখ্য শব  গায়ে গায়ে লেগে থাকা পচা ,মরা গন্ধ 

মার্জনার জন্য বেঁচে থাকা 

ভোর ভোর ঘুম ভাঙা সাপের আদপকায়দা 

খোলশহীন শরীরে প্রাণ প্রতিষ্ঠা 

কিছু দাঁড়াচ্ছে না 

বিনা কারণে আঁশটে গন্ধ ,সময়ের বদনাম। 

..

নীরব শব্দের পুকুর চুরি

ভাবনার ভিতর প্রাণহীন আত্মার উপলব্ধি অনবদ্য শ্রুতি 

আকাশে বিছানা পাতছে চোখ

এ শ্যাওলা ঘরে জমতে থাকা অনবদ্য পরকীয়া ,

বাতাসে জাহাজের গল্প ছোটবেলার কাগজের নৌকো 

আধফালি চাঁদ

মশলার গন্ধ 

সমুদ্রের ঢেউয়ে খুঁজতে থাকা ভালোলাগা শীৎকার। 

একলা রাত্রি ভাটিয়ালি সুর 

দুরন্ত মাঝি 

বন্ধ সমুদ্রের দরজায় পচতে থাকা অস্তিত্ব 

.

ছেঁড়া খবরের কাগজ রক্ত নিন্দুর জমতে থাকা সম্পর্ক 

ঝকঝকে ব্যাকরণের বাইরে 

এক কাপালিকের চোখ 

ভারতবর্ষ তালিবান হতে বেশি দূরে নেই। 


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...