Wednesday, September 29, 2021

কবি পক্ষ

 কবি পক্ষ 

... ঋষি 


কবিকে  দেখে চমকে উঠলো সাহিত্য পাড়া 

কবির সাথে ছবি তুলতে মারণাত্নক ভীড় 

তারপর কবির তো এখন শেষবেলা 

তাই কেউ একজন  রেগুলেটর বাড়াতে গিয়ে কেউ কেটে ফেলল প্যাঁচ,

অনেকে কাছে এলো 

যারা এলো না তারা দূর থেকে বলতো কবি যে আমাদের মনের কথা লিখতো। 

.

কবি তাকিয়ে আছে আকাশের দিকে 

কবি যেন এখনো কান পেতে শুনছে মানুষের কান্না 

তার সামনে আজও উড়ছে খবরের পাতা 

তার যে অনেককিছু লেখার ছিল 

তার যে শব্দ দিয়ে বদলাবার ছিল মানুষের দিনরাত 

তার যে আরও সত্যি বলার কথা ছিল। 

.

কবি জানতো এরকম হবে,

এরকম হয়,

তাকে দেখে ছুটে আসবে  এক শহর লোক,

তার চুল ঠিক করে দেবে প্রৌঢ়েরা।

তাইতো আগে মাঝে মাঝে কবির বুক কেঁপে উঠতো 

একদিন আসবে সময়,

লোলচর্ম শক্তিহীন পরনির্ভর বীভৎস সময়

আহা যদি তার আগে পড়ে যায় শেষ নিঃশ্বাস,

সেটাই কাম্য!

.

দেখুন কবি এখন  মৃত্যু শয্যায় 

তার মুখে এখনো হাজারো কষ্ট  মাটি আঁকড়ে আছে 

কবি বাঁচতে চেয়েছিল পৃথিবীর জন্য 

অথচ 

তাকে পুড়িয়ে দেবে  কিংবা কবর দেবে সময় 

যে তার শত্রু 

দেখুন সময়ের মুখে আজ অট্টহাসি। 



No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...