Sunday, September 5, 2021

মিথ্যা কথা

 মিথ্যা কথা 

... ঋষি 


আগুন লাগা ইতিহাসগুলো সাদা পাতায় ডারউইন তত্ব 

তত্বের উপর দাঁড়িয়ে আমি হেঁটে গেছি প্রাগৈতিহাসিকে ,

দেখতে দেখতে তুমিও শব্দ নিয়ে খেলতে শিখেছো 

শিখে গেলে আগামীর শব্দঘরে একা থাকার মানে ,

আমার ইতিহাস জানে এই শহরে 

কবিতারা বড় দুঃখের। 

.

আলতামিরা গুহা থেকে তেড়ে আসা বাইসন 

অন্ধকার ধোঁয়া থেকে জন্ম নেওয়া অন্ধকার কন্যা 

প্রশ্নটা মিলে গেলো 

চোখের অন্ধকার না কাজকে কে বেশি তৃপ্ত 

মিথ্যে যদি না বলি 

অন্ধকারের নিজের একটা শব্দ থাকে 

কিন্তু কাজলের ?

.

বিষাক্ততা স্ট্রিটলাইটের আলোতে এ শহর ভেসে যায় 

ভেসে যায় ভালোবাসা শহরের ধুলোয় 

মিথ্যে যদি না বলি 

সকলে কবি হয় না 

কেউ কেউ হয়। 

শব্দের অরিগামিতে  শব্দ মুখর চিৎকার 

আমি নিস্তব্দ থাকতে ভালোবাসি ,

পিছনে ফিরে চাওয়াটা অনেকটা পাগলের প্রলাপ 

মিথ্যে যদি না বলি 

আমি একা এই শহরে একমাত্র ক্লোরোফিল 

যে বেঁচে আছে শব্দের অক্সিজেনে

সকলে তো মিথ্যা হতে পারে না । 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...