Sunday, September 19, 2021

গোপনীয়

 গোপনীয় 

.. ঋষি 

.

গোপনীয় পাপ থেকে  বাঁচিয়ে নিয়ে আছি এক জন্ম 

নির্লোভ কবিতার ঢেউ আঁকড়ে ভেসে আছি 

খোঁজ করি 

জীবন 

কোনো বিজন দুপুরের একাকিত্ব খুলে 

দাঁড়িয়ে আছি মাঝ রাস্তায়।  

.

জানি তুমি এই কবিতারও কারণ খুঁজবে 

জানি তুমি পড়তে পড়তে আমাকে দুচারটে অশ্রাব্য থুথুতে ডোবাবে 

আমি বলবো ক্ষমা করো 

পথ পারাবারের  রোদটুকু আমার বুকের সময় শুষে নিক 

তুমি ভালো থাকো 

তোমরা ভালো থাকো। 


একটি কথা অনর্গল চিৎকার চুবিয়ে বলি 

বাঁচতে চাই 

অথচ  তিন রাস্তার মরে ল্যাম্পোস্টটাতে নিয়ম করে ঝোলে জীবনে লাশ 

অনবদ্য ক্লান্তিতে আমি তাকিয়ে দেখি 

গোপন কিছু অভিব্যক্তি।

তুমি হাততালি দিয়ে উড়িয়ে দিও সব 

এসো আমরা নিয়ম করে দোষারোপ করি ,

কাগজ-কলম বিস্তারিত ফিচার লিখি একটা মৃতপ্রায় গল্পের 

ফুরোনো কথা 

দিনপ্রতিদিন 

শুধু বেঁচে থাকা ,

কিছুতেই বোঝানো যায় না বেঁচে থাকা যারা 

তারা বাঁচতে চায় না বারংবার।  


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...